ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকে পোস্ট, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৭, ১১:২৮ এএম
ফেসবুকে পোস্ট, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

ভোলা: ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাবেক ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাকিবুল হাসানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী।

রোববার সন্ধ্যায় শহরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভিতরে ডুকে এ হামলার ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।  আহত রাকিবুল হাসান সদর উপজেলার আলী নগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আবুল হাসেম ফকিরের ছেলে।

একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর রাকিব শহরের প্রাথমিক শিক্ষা অফিসের ভিতরে গোডাউনের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন।  এ সময় আলী নগর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের আব্দুল বারেকের ছেলে শাহিন, ওমর ফারুকের ছেলে সোহেল, ৬নং ওয়ার্ডের শফিক হাওলাদারের ছেলে মাহবুব, ৭নং ওয়ার্ডের ফখরুল ইসলামের ছেলে রুবেল, ৫নং ওয়ার্ডের চৌধুরী সাজির ছেলে লোকমানসহ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। 

এতে রাকিবের মুখের একটি দাঁত ভেঙে পড়ে যায় এবং মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন।  
পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাকিবের বাবা মুক্তিযোদ্ধা আবুল হাসেম ফকির বলেন, গত ১২ অক্টোবর রাকিব তার ফেসবুক ওয়ালে আলী নগরের ইউনুছ, রাসেদ ও বর্তমান আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান বশিরকে নিয়ে একটি লেখা পোস্ট করে। এরপর থেকে তাকে চেয়ারম্যানের লোকজন হুমকি-ধামকি দিতে থাকে। তারই রেশ ধরে আজ সন্ধ্যায় চেয়ারম্যানের লোকজন রাকিবকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ভিতরে একা পেয়ে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনার পর থেকে হামলাকারীরা তাকেও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে জানান মুক্তিযোদ্ধা হাসেম ফকির। 

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, হামলার খবর পেয়ে এসআই রিয়াজ ও এসআই আজিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ভোলা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

গোনিউজ২৪/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা