ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেসবুকে নতুন করে এল বেশ কিছু পরিবর্তন


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ১২:০০ পিএম
ফেসবুকে নতুন করে এল বেশ কিছু পরিবর্তন

ফেসবুকের সাথে জড়িত নেই, এমন মানুষ এখন খুঁজে পায় দায়। তরুণ থেকে বৃদ্ধ সব বয়সীদের কাছেই এটি বিশ্বব্যাপী জনপ্রিয়। এমনকি ছোট ছোট বাচ্চারাও এখন ভিন্ন উপায়ে আইডি ওপেন করে ফেসবুক চালায়। আর ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ফেসবুক কর্তৃপক্ষও নতুন নতুন নিয়ম নিয়ে আসছে প্রতিনিয়ত।

 সম্প্রতি, ফেসবুকে নতুন করে বেশ কিছু পরিবর্তন এসেছে, যা প্রত্যেক ব্যবহারকারীরই জানা প্রয়োজন। ফেসবুকের নিউজফিডে ব্যবহারকারীর সক্রিয়তা বাড়াতে বিশেষ করে মন্তব্য বাড়াতে উদ্যোগ নিয়েছে ফেসবুক।

নিউজফিড থেকে যাতে সহজে হালনাগাদ নিউজ পড়া যায় বা সহজে অন্যান্য অপশনে যাওয়া যায়, তাই নকশায় কিছু পরিবর্তন নিয়ে এসেছে ফেসবুক। ফেসবুকে মন্তব্য করার ধরনের পরিবর্তন এসেছে। গত বুধবার ফেসবুক এ পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে।

ফেসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, ‘ফেসবুকে আরও বেশি প্রাণবন্ত ও অভিব্যক্তিপূর্ণ কথোপকথন চালাতে মানুষকে সাহায্য করা হচ্ছে। এ ক্ষেত্রে কমেন্ট বা মন্তব্য করার বিষয়টি গুরুত্বপূর্ণ। কমেন্ট করার ধরনটি হালনাগাদ করা হয়েছে। এতে কোন কমেন্টটি সরাসরি জবাব, তা দেখতে সুবিধা হবে।’ এ ছাড়া ফেসবুকের নকশায় বড় পরিবর্তন আনা হয়েছে। এতে দেখতে ও পড়তে সুবিধা হবে। উন্নত কালার কনট্রাস্ট, বড় ধরনের লিংক প্রিভিউ দেখার সুযোগ, লাইক ও আইকন হালনাগাদ, কমেন্ট ও শেয়ার বাটন, পোস্টদাতা বা কমেন্টকারীর গোলাকার প্রোফাইল ছবির মতো বিষয়গুলো পরিবর্তন করা হয়েছে।

কোনো লিংকে ক্লিক করলে তা কোন সাইটে নিয়ে যাবে বা কোন পোস্টে মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হচ্ছে, তা সহজে জানা যাবে। ক্যামেরা ফিচারে পরিবর্তন আনার বিষয়টিও আলাদাভাবে ঘোষণা করেছে ফেসবুক। গত মার্চ থেকে ক্যামেরায় নতুন ফিচার যোগ করতে শুরু করে ফেসবুক। 

ফেসবুক ক্যামেরা থেকে সরাসরি লাইভে যাওয়া, দুই সেকেন্ডের লুপিং ভিডিও জিআইএফ তৈরি ও ফুল স্ক্রিন টেক্সট পোস্ট তৈরির সুবিধা যুক্ত হচ্ছে এতে। মেসেঞ্জারকেও উন্নত করছে ফেসবুক। এতে বুদ্ধিমান সহকারী ‘এম’ স্পটিফাই বিষয়ে পরামর্শ দিতে পারবে। ভুয়া ভিডিওর মাধ্যমে লাইক ও শেয়ার সংগ্রহকারীদের পোস্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে ফেসবুক।

গো নিউজ২৪/এএইচ

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক