ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফের বনানী: গণধর্ষণের কাছাকাছি, তরুণীর শিউরে ওঠা পোস্ট


গো নিউজ২৪ | ওমেন’স কর্নার ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৭, ০৭:৩৬ পিএম আপডেট: সেপ্টেম্বর ১০, ২০১৭, ০৮:৩৯ এএম
ফের বনানী: গণধর্ষণের কাছাকাছি, তরুণীর শিউরে ওঠা পোস্ট

ঢাকা: রাজধানীতে তরুণী ধর্ষণের কথা উঠলেই চট করে চলে আসে বনানীর নামটা। সেই বনানীতেই আরেকটি ভয়াবহ গণধর্ষণের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক সাহসী তরুণী।

উচ্চ শিক্ষিক আর অসীম সাহসিকতাই তাকে এ যাত্রা থেকে রক্ষা করেছে। তবে পরোক্ষভাবে একদল নোংরা মানুষ তাকে অনাকাঙ্ক্ষিত যৌন হেনস্থা করতে ছাড়েনি। চরম ক্ষোভ আর হতাশায় স্বাভাবিকতা হারিয়ে ফেলেছেন সেই তরুণী।

গত বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীর সৈনিক ক্লাবের কাছে ওই ঘটনার শিকার হন তানজিম নাইমা নামের ওই তরুণী। পরদিন ২৪ আগস্ট সকাল ৮টার দিকে তিনি সেই ঘটনার আদ্যপান্ত তুলে ধরে ফেসবুকে পোস্ট দেন। সেটা পড়ার পর তোলপাড় শুরু হয়। কী হয়েছিল ওই তরুণীর সঙ্গে? কী সাহসিকতা দেখিয়েছিলেন? তার সেই সুদীর্ঘ পোস্টটি গোনিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘গতকাল (২৩ আগস্ট) সন্ধ্যায় আমি একটুর জন্য গ্যাং রেপড হওয়া থেকে বেঁচে গেছি। এর জন্য কৃতজ্ঞতা জানাই বনানী থানার পুলিশদের। উনারা এসে না বাঁচালে আমাকে কমপক্ষে ৫০ জন মিলে রেপ করতো। যদিও তারা রেপের কাছাকাছি মজাই পাইছে।

ঘটনাটা একটু বিস্তারিত বলি। আমি প্রতিদিন মিরপুর ১০ থেকে বনানীতে টিউশনি করতে যাই। ট্রাস্টের আর্মি ওয়েলফেয়ার বাসে করে কাকলীতে নামি। কিন্তু বেশিরভাগ দিনই কাকলী পর্যন্ত বাস যায় না। তার আগেই সৈনিক ক্লাবে নামিয়ে দেয়। কাকলীতে গেলে নাকি বাসটাকে মহাখালী ফ্লাইওভার হয়ে ঘুরে আসতে আসতে অনেক সময় লেগে যায়।

যাই হোক, গতকাল (২৩ আগস্ট) সন্ধ্যাতেও আমাকে সৈনিক ক্লাবে নামায়ে দিলো। আমি রাগে গজগজ করতে করতে রাস্তা পার হচ্ছিলাম। তাখনই এক লোক এসে পেছন থেকে আমার পাছায় খুব জোরে থাপ্পড় দিয়ে জোরে হাঁটা শুরু করলো। আমি সাথে সাথে লোকটার পেছনে পেছনে দৌড়ানো শুরু করলাম। সে যখন দেখলো আমি তার পেছনে দৌড়াচ্ছি সে দৌড়ায়ে রাস্তা পার হয়ে সৈনিক ক্লাব ওভার ব্রিজের কাছে চলে গেলো। আমি তখন তার পেছনে পাগলের মত দৌড়াচ্ছি।

এই দৌড়াদৌড়িতে রাস্তার মানুষ মনে করছে ওই লোক আমার মোবাইল নিয়ে দৌড় দিছে। ওভারব্রিজের উপরে তারা ৬-৮ জন মিলে লোকটাকে ধরলো। আমি ততক্ষণে ওভারব্রিজ পর্যন্ত চলে গেছি, আর চিৎকার করতেছি। ওরে ধরে রাখেন, আমি আসতেছি। ছিনতাইকারী সন্দেহে ৮-১০ মিলে তাকে দুইপাশ থেকে ধরে ছিলো। তারপর আমি যখন ওই লোকের সামনে গিয়ে বললাম যে, সে আমার গায়ে হাত দিছে, তখন তারা বললো, ‘ওহ, গায়ে হাত দিছে? মোবাইল নেয় নাই? আমরা তো ভাবছি মোবাইল টান দিছে তাই ধরছি।’ যেন গায়ে হাত দেয়া কোনো ঘটনাই না। একটা মেয়ে রাস্তায় বের হলে একটু আধটু গায়ে হাত দেয়াই যায়!

তার পরের ঘটনা শোনেন, আমি তখনই বুঝতে পারছিলাম এরা এই লোককে ছেড়ে দিবে। আমি কিছুই করতে পারবো না। আমার Pepper Spray আমার হাতেই ছিলো। আমি লোকটার চোখে মরিচের গুড়া স্প্রে করে দিলাম। যেহেতু আশেপাশে মানুষ ছিলো, তাদের গায়েও কিছুটা স্প্রে লাগছিলো।

এতক্ষণ আমি ছিলাম ভিকটিম। আর ওই লোক ছিলো ছিনতাইকারী। এইবার ওই লোক হয়ে গেলো ভিকটিম, আর আমি হয়ে গেলাম মলম পার্টি! কারণ, এই ক্ষ্যাত, অশিক্ষিত বাঙ্গালি Pepper Spray কী জিনিস তা জানেই না। এইবার তারা বুঝলো যে আমি মলমপার্টি হই, আর যাই হই আমাকে ইচ্ছামতন রেপ করা যাবে। আমার টাকা-পয়সা, মোবাইল সব কেড়ে নেয়া যাবে। ২০-৩০ জন আমাকে চারপাশ থেকে ঘিরে ধরলো। আমাকে বেশ্যা, খানকি, প্রস্টিটিউট বলে গালি দিলো। আমার ব্যাগ টান দেয়ার চেষ্টা করলো। আমার ওড়না ধরে টান দিলো। আমাকে বেশ কয়েকটা থাপ্পড় দিলো। আমার বুকে, গায়ে, পাছায় ইচ্ছামতন হাতড়ালো। 

চুলের মুঠি ধরে এক দোকানের শাটারের সঙ্গে মাথা ঠুকে দিলো। লাথি দিয়ে রাস্তায় ফেলে দিলো। রাস্তায় ফেলে আরো ২-৩টা লাথি দিলো। তারপর বললো, ‘তুই আজকে শেষ, আজকে তোকে ইচ্ছামতন চু**..। তারপর তোর গলা টিপে মেরে ড্রেইনে ফেলে দিবো।’ এরমধ্যে তো মারধোর, আর বুকে-গায়ে-পাছায় হাতানো চলছেই। পুরা ঘটনাটা তারা আবার অনেকে মোবাইলে ভিডিও-ও করছিলো।

তখনই বনানী থানা থেকে পুলিশ এসে সবাইকে লাঠিচার্জ করে আমাকে সেই রেপিস্টদের ভেতর থেকে উদ্ধার করলো। টানতে টানতে পুলিশের জিপে নিয়ে গেলো। ধাক্কা দিয়ে জিপের ভেতরে ফেলে দিলো। এর জন্য পুলিশদের প্রতি আমার বিন্দুমাত্র অভিযোগও নেই। তারা মলমপার্টির গ্যাংদের এভাবেই ধরে। এমন কি তারা পুলিশের জিপে উঠানোর পর আমাকে হ্যান্ডকাফও পরায় নাই। গায়েও হাত দেয় নাই। পানি খেতে চাইছি। পানিও খেতে দিছে।

তারপর বনানী থানায় নিয়ে আমাকে প্রথমে ওসির সামনে নিয়ে গেলো। ওসি আমাকে জিজ্ঞেস করলো, ‘এই ব্যবসা কতদিন ধরে করিস?’ আমি বললাম, ‘আমি কোনো মলমপার্টি না। আমি এখানে পড়াতে আসছি। আমাকে শুধু একটা ফোন করতে দেন আমার বাসায়। ওরা এসে সব বুঝায়ে দিবে।’ তারা তখনও বিশ্বাস করে না। কারণ বাংলাদেশের পুলিশ আজ পর্যন্ত Pepper Spray এর নামই শোনে নাই। চোখে দেখা তো দূরের কথা। আত্মরক্ষার জন্যও যে কেউ নিজের সঙ্গে এই জিনিস রাখতে পারে তা তাদের মাথাতেও আসে নাই। 

আসবে কী করে? Pepper Spray কী জিনিস তারা কি জানে নাকি? তাদের কি এই বিষয়ে কোনো ধারণা দেয়া হয়েছে? তারা কি জানে যে, প্রথম বিশ্বের প্রতিটা মেয়ে তো বটেই, এমন কি, পুলিশরাও অনেক সময় Pepper Spray ব্যবহার করে।

তারপরে তারা আমার সমস্ত জিনিসপত্র, ব্যাগ মোবাইল, এমন কি পানির বোতল কেড়ে নিয়ে আমাকে লক-আপে ঢুকালো। বাংলাদেশের সংবিধান অনুসারে যেকোনো ব্যক্তিকে অ্যারেস্ট করলে সে একটা টেলিফোন কল করার অধিকার রাখে। কিন্তু আমাকে একটা ফোনও কেউ করতে দেয় নাই। 

আমার ‘আম্মা, আম্মা’ বলে কান্নাকাটিতে এক কনস্টেবল খুব দয়াপরবশ হয়ে আমার বোনের ফোন নাম্বার নিয়েছিলো। উনিই পরে আমার দিপ্তী আপুকে কল দেয়। আপু আম্মুকে কল দেয়। আম্মু তখন আমার খালা-খালুকে নিয়ে বনানী থানায় রওনা দিছে। এর মধ্যে তদন্ত অফিসার আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলো। যেহেতু তারা আমার ব্যাগ চেক করে সন্দেহজনক কিছু পায় নাই, সেহেতু তাদের মনে হইছে আমি মলম পার্টি নাও হতে পারি। 

আমাকে জিজ্ঞেস করলো, বাসা কই? বনানীতে কেন আসছি? কোন বাসায় পড়াই? তারপর আমার ছাত্রের মায়ের সঙ্গে কথা বলে নিশ্চিত হলো যে আমি আসলেই টিউশনি করতেই যাচ্ছিলাম। এর মধ্যে আম্মু আসলো। আমার বান্ধবীর বড়বোনের হাজব্যান্ড ইত্তেফাক পত্রিকার ফিচার এডিটর বনানী থানায় ফোন দিলেন। আমার বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড আসলো। তারপর সবাইকে সাক্ষী রেখে আমার কাছ থেকে মুচলেকা নিয়ে জামিন দেয়া হলো। সবশেষ করে রাত দুটার দিকে বাসায় পৌঁছালাম।

আমি জানি, এখন আপনাদের একেকজনের মনে একেক ধরণের প্রশ্ন আসবে। প্রতিনিয়ত ঘটা অসংখ্য ঈভটিজিং এবং ধর্ষণের বিবরণ দেখে আমি নিজ থেকেই এই প্রশ্নগুলো আন্দাজ করতে পারি। এবং উত্তর সাথে করেই দিয়ে দিচ্ছি।

প্রশ্ন-১. আমার বাইরে যাওয়ার দরকার কী ছিলো?
উত্তর: আমাকে বাইরে যেতে হয়। কারণ আমার বাবার টাকা নাই। ইনফ্যাক্ট আমার বাপই নাই। সে ১৪ বছর আগে এক মধ্যরাতে স্ট্রোক করে মারা গেছে। সে যেহেতু ঘুষখোর সরকারি চাকরি করতো না, ধান্দাবাজি করতো না, সৎভাবে ব্যবসা করতো, ফুটবল আর হকিখেলা নিয়ে পড়ে থাকতো (Goal-keeper, Bangladesh National team) সেহেতু সে খুব বেশি টাকা-পয়সা আমার জন্য রেখে যেতে পারে নাই। এই নিয়ে আমার মনে বাপের প্রতি বিন্দুমাত্র রাগ নাই। কারণ আমি নিজের পরিশ্রমে, নিজের পায়ে দাঁড়াতে চাই। আর যেহেতু আমি অংক করা, পাঠ্যবই পড়া এবং হাজার হাজার গল্পের বই পড়া ছাড়া আর কিছু পারি না, সুতরাং আমাকে টিউশনি আর আউটসোর্সিং করেই নিজের খরচ চালাতে হয়। এখন আমি বাইরে না গেলে আমার এই টাকা কি আপনি দিবেন? দিলে বলেন। আমার ব্যাংক একাউন্ট নাম্বার পাঠায়ে দিচ্ছি।

প্রশ্ন-২) আমার কী পোশাক পরা ছিলো?
উত্তর: আমার পোশাকের যে বিবরণ আমি দিবো, তা অনেকের কাছে খুব বাজে, আবার অনেকের কাছে খুবই সাধারণ পোশাক মনে হবে। আমি একটা হাফ স্লিভের সাদা টপস, একটা মোটা লেগিংস আর একটা ওড়না পরা ছিলাম। চাইলে প্রত্যেকটার ছবি আলাদা করে আপলোড করতে পারি। কিন্তু আমাকে এই প্রশ্ন করার আগে আপনি আমাকে উত্তর দেন, তনু কেন সালোয়ার-কামিজ আর হিজাব পরেও রেপড হইলো? ৫ বছরের পূজার পোশাকের কী দোষ ছিলো? স্কুলের মেয়েরা ইউনিফর্ম পরেও ইভটিজিংয়ের শিকার হয় কেন? আমার মা বোরখা পরে বাইরে বের হলেও কেন তার ছেলের বয়সী ‘পুরুষ’ আমার মায়ের বুকে হাত দেয়?

প্রশ্ন-৩) এত রাতে (সন্ধ্যা সাড়ে ৭টা) পড়াতে যাওয়ার কী দরকার?
উত্তর: সন্ধ্যা সাড়ে ৭টায় পড়াতে যাওয়ার কারণ হলো, আমার ছাত্রের স্কুল ছুটিই হয় দুপুর ৩:২০ মিনিটে। ঢাকা শহরের জ্যামের কল্যাণে সে বাসায় পৌঁছায় সাড়ে ৪টায়। তারপর গোসল-খাওয়া-ঘুম শেষ করতে তাকে কমপক্ষে দুই ঘণ্টা সময় না দিলে পড়ায় মন দিতে পাড়ার কথা না। এদিকে, আমার বহুদিনের কমপ্লেইন যেটা ছিলো, কচুক্ষেত দিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের সময় এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের বাসের স্বেচ্ছাচারিতায় আমার ৩০ মিনিটের রাস্তা যেতে লাগে দেড় ঘণ্টা। সুতরাং, আমি সন্ধ্যা ৬টায় রওনা দিলে সাড়ে ৭টাতেই পৌঁছানোর কথা। 
এবার আপনি আমার প্রশ্নের উত্তর দেন, ঢাকা শহরে কি দিনের বেলায় রাস্তাঘাটে মেয়েদের ইভটিজিংয়ের শিকার হতে হয় না? বাসের ভিড়ে মেয়েদের গায়ে হাত দেয়া হয় না? দিনের বেলায় কোনো রেপ হয় না? পরিমল জয়ধর ভিকারুন্নেসার যে ছাত্রীকে রেপ করছিলো, তা-কি রাত্রিবেলা করেছিল?

প্রশ্ন-৪) গায়ে হাত দিছে, সহ্য করলেই হতো। পিছন পিছন দৌড়ানোর কী দরকার ছিলো?
প্রশ্ন: যদি বলেন যে গায়ে হাত দিছিলো, চুপচাপ মাথা নিচু করে চলে আসলেন না কেন? তাহলে আমি খুব মনেপ্রাণে দোয়া করবো আপনার যেন ভবিষ্যতে একটা কন্যাসন্তান অথবা নাতনী হয়। সে কাজে যাওয়ার সময় যখন কোনো এক পটেনশিয়াল রেপিস্ট তার কানে কানে বলবে, ‘তোকে চু*তে পারলে খুব মজাল লাগতো’, অথবা তার ওড়না ধরে টান দিবে, অথবা তার বুকে হাত দিবে, অথবা তার পাছায় বাড়ি দিবে। আপনার মেয়ে যখন কাঁদো কাঁদো মুখে বাসায় ফিরবে কিন্তু লজ্জায় বলতেও পারবে না। বাথরুমে গিয়ে ঝরনার নিচে দাঁড়ায়ে ফুঁপাতে ফুঁপাতে সারা গায়ে সাবান ঘঁষবে। তারপরেও যখন তার মনে হবে যে সে এখনও অপবিত্র এবং সে নিজেকে ঘেন্না করা শুরু করবে। একসময় মেয়ে হয়ে জন্মানোর জন্য নিজেকে, নিজের ভাগ্যকে অভিশাপ দিবে। প্রতিনিয়ত হয় নোংরা দৃষ্টি, না হয় নোংরা মন্তব্য, না হয় অপরিচিত হাতের নোংরা থাবা সহ্য করতে করতে যখন এই পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানোটাই ভুল- এই ভেবে ডিপ্রেশনে চলে যাবে এবং এক পর্যায়ে ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচায়ে ঝুলে পড়বে, তখন আপনি বুঝবেন গতকাল কেন আমি চুপচাপ মাথা নিচু করে চলে আসি নাই। 

আমি কালকে ইভ-টিজিং এর শিকার হইছি এটা ঠিক। কিন্তু আমি মাথা নিচু করে চলে আসি নাই। আমি ওই ঈভটিজারের পিছন পিছনে দৌড়াইছি। তার চোখে মরিচের গুড়া স্প্রে করে তাকে হাসপাতালে পাঠাইছি। কাকলী এলাকার পটেনসিয়াল রেপিস্টরা আমাকে ইচ্ছামতন মোলেস্ট করছে। মারছে, গালি দিছে এটা ঠিক। কিন্তু ওই লোক এরপর আর কোনো মেয়ের গায়ে হাত দেয়ার আগে দুবার ভাববে। আমি বনানী থানার লক-আপে দুই ঘণ্টা ছিলাম। এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। অনেক অভিজ্ঞতাই তো হইছে জীবনে, একটু মলমপার্টি সন্দেহে হাজতে থাকার অভিজ্ঞতাও হলো।

একটু চিন্তা করে দেখেন তো, আমার কী ঠ্যাকা পড়ছিলো, ওই লোকের পিছনে দৌড়ানোর? আমি প্রায়ই ফেসবুকে কমপ্লেইনিং পোস্ট দেই, এইজন্য আমি অনেক খুব অপ্রিয়, কিন্তু আমার কী ঠ্যাকা পড়ছে এভাবে মানুষকে শুধু নেগেটিভ কথা শুনায়ে সবার অপ্রিয় ঝগড়াটে হিসাবে পরিচিত হওয়ার? নাকি লাইক আর ফলোয়ার বাড়ায়ে সেলিব্রিটি হওয়ার জন্য? এই ফেম পেয়ে আমার কী হবে? আমার মরা বাপ জিন্দা হবে? আমার মায়ের ওষুধের খরচ আসবে? আমার ব্যাংক একাউন্টের ব্যালেন্স বাড়বে??

আমি এত কমপ্লেইন করি আপনার ভবিষ্যৎ সন্তান এবং তাদের সন্তানদের জন্য। চিৎকার করে, আপনাদের কান ঝালাপালা করে, রাস্তায় মারামারি করে, সেটা নিয়ে ফেসবুকে বিশাল পোস্ট দিয়ে আমি আপনাকে সচেতন করতে চাই। একটা সুন্দর, বাসযোগ্য সমাজ পাওয়ার জন্য ২-৪ টা তানজিম কোরবানি হয়ে গেলেও কিছু আসে যায় না। কিন্তু দয়া করে আমার এই অপমান, এই গ্লানিকে নিজের রাগ আর শক্তি বানান। আপনার বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আপনার বাচ্চারা কোথাও নিরাপদ না, কোত্থাও না। 

একটু সচেতন হন, তাদের মার্শাল আর্ট শেখান, pepper spray এর লাইসেন্স করায়ে বাংলাদেশে মেয়েদের জন্য বৈধ করেন। আর শুধু ছেলেদের বলছি, কাউকে মলমপার্টি সন্দেহ হলেই যে তাকে এভাবে শারীরিকভাবে মোলেস্ট করতে হবে বা গণপিটুনি দিতে হবে এমন কোনও কথা নাই। দেশে আইন নাই? আপনি কে মারার, গায়ে হাত দেয়ার? আপনার মনে হচ্ছে এই মেয়েটা বেশ্যা, আপনি তাকে বেঁধে রেখে পুলিশে দেন। আপনাকে কে বলছে বিচার করতে????

*(চুপিচুপি একটা সত্যি কথা বলি? লক-আপের মধ্যে আমার একটুও ভয় লাগে নাই, কারণ আমি জানতাম যে এরা আমার কোনো ক্ষতি করবে না। ক্ষতি করতে চাইলে পুলিশের জিপে উঠায়েই করতে পারতো। আমি লক-আপে বসে কাঁদতেছিলাম। একটু আগে আমার সাথে হয়ে যাওয়া নারকীয় ঘটনার কথা মনে করে। ঠিক সময়ে পুলিশ এসে লাঠিচার্জ করে ওই সবগুলা লোককে না সরালে, ওই ৫০ জন মিলে আমাকে ওখানেই রেপ করে, ছিঁড়ে-খুঁড়ে খেয়ে ফেলতো।)

প্রশ্ন-৫) সবাই যখন ওই লোককে ধরেই ফেলছিলো, আমি আবার চোখে Pepper Spray করতে গেলাম কেন?
উত্তর: সবাই ওই লোককে ধরে ফেলার পরেও আমি কেন স্প্রে করলাম? কারণ, ওই ৮-১০ জন লোকটাকে ধরছিলো ছিনতাইকারী সন্দেহে। পরে যখন তারা শুনলো যে এইলোক ছিনতাইকারী না, আমার গায়ে হাত দিছে, তখন তারা আদর করে তাকে ছেড়ে দিচ্ছিলো। যেন মোবাইল ছিনতাই অনেক বড় অপরাধ, কিন্তু একটা মেয়েকে শারীরিকভাবে অপমান করা কোনো ঘটনাই না। রাস্তাঘাটে যেসব মেয়ে বের হয়, তারা তো রাস্তার পুরুষদের বাপের সম্পত্তি। তাদের পাছায় থাপ্পড় দেয়া যায়, বুক চেপে ধরা যায়, ইচ্ছা করলে রেপও করা যায় (তাদের এই প্রমাণ তো একটু পরেই পেলাম)। এইসব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় ছেলেপিলের দুষ্টুমী। এই সামান্য দুষ্টুমী করার জন্য কি আর তাকে আটকে রাখা যায়? মোবাইল নিলে বরং একটা কথা ছিলো। ইভটিজিং একটা বিষয় হলো? তখন আমি সেই ঈভটিজারের চোখে মরিচের গুড়া স্প্রে করে দিলাম। সাথে সাথে হয়ে গেলাম মলমপার্টি।

আমি জানি এখন আমাকে আপনারা সবাই মিলে কিছু সান্ত্বনা দিবেন। কিছু উপদেশ দিবেন। কিছু বকা দিবেন। কেউ মনে মনে খুশি হবেন ভেবে যে ‘যাক, ঝগড়াটে মেয়েটার একটা শিক্ষা হইছে।’, আবার কেউ আমার এই মুহূর্তের ট্রমাকে কিছুটা হলেও অনুভব করতে পেরে ভীষণ হতাশায় ডুবে যাবেন। কিন্তু একটা অনুরোধ, কেউ আমাকে কল দিবেন না। আমি এই মুহূর্তে অসম্ভব শারীরিক এবং মানসিক ট্রমায় আছি। আমার কথা বলার অবস্থা নাই। আমার সারা গায়ে ব্যথা। মাথার এক সাইড ফুলে ব্যথায় টনটন করছে। হাতের কবজি মনে হচ্ছে খুলে যাবে। পায়ের ব্যথায় দাঁড়াতে পারছি না। অনেক কষ্টে এই লেখাটা লিখেছি।

আর একটা অনুরোধ, যদি কেউ ‘মলমপার্টির মহিলাকে হাতে-নাতে ধরলো জনতা’ এই শিরোনামে কোনো ভিডিও দেখেন তাহলে দয়া করে ওই ভিডিওটার লিংক আমার কাছে পাঠিয়ে, ভিডিওটা রিপোর্ট করবেন। তাহলে হয়তো বা আমি ওই পটেনশিয়াল রেপিস্টদের নাম-পরিচয় পুলিশের কাছে দিতে পারবো।

শেষে একটা পরামর্শ চাচ্ছি। গতকালের অভিজ্ঞতার পর, আমার কি এখন থেকে কাজকর্ম বন্ধ করে দিয়ে বাসায় বসে থাকা উচিত? নাকি বোরকা-হিজাব পরে মাটির দিকে চোখ নামায়ে বাইরে বের হওয়া উচিত? নাকি, টিউশনি বাদ দিয়ে, নিজের সারাজীবনে যা পড়াশোনা করছি, সব বৃথা যেতে দিয়ে কোনো এক মুদির দোকানদারকে বিয়ে করে সংসারী হয়ে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া উচিৎ? নাকি রাস্তাঘাটে কেউ কোনো বাজে মন্তব্য করলে, না শোনার ভান করে চুপচাপ চলে আসা উচিৎ? নাকি, এই পৃথিবীটা এরকমই, এখানে আমার মতন ভুল সময়ে-ভুল জায়গায় জন্মানো মেয়েদের জন্য কোনো নিরাপত্তা নাই- এটা ভেবে গলায় ফাঁস নেয়া উচিৎ? অন্যের দ্বারা গ্যাং রেপড এবং খুন হওয়ার থেকে নিজেই নিজেকে মেরে ফেলা ভালো না? (কিছুটা সংশোধিত)

গোনিউজ২৪/এন

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর
আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!