ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফের কমেছে স্বর্ণের দাম


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৯:৩১ পিএম
ফের কমেছে স্বর্ণের দাম

ঢাকা: দেশের বাজারে দ্বিতীয় দফায় কমেছে কমল স্বর্ণের দাম। এবার ভরপ্রতি ৮৭৫ থেকে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দরে স্বর্ণ ক্রয়-বিক্রিয় করা হবে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ৮২২ টাকায়। সোমবার পর্যন্ত এ মানের স্বর্ণ বিক্রি হয় ৪৮ হাজার ৯৮৮ টাকায়। অর্থাৎ ভরিতে দাম কমেছে ১১৬৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দর ভরিতে ১০৫০ টাকা কমেছে।

মঙ্গলবার থেকে পরবর্তী দর নির্ধারণ না হওয়া পর্যন্ত এ মানের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৪৫ হাজার ৭২৩ টাকায়। সোমবার পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণ ভরিতে বিক্রি হয় ৪৬ হাজার ৭৭৩ টাকায়। আর ১৮ ক্যারেটের স্বর্ণ ৮৭৫ টাকা কমে ভরিপ্রতি দর দাঁড়িয়েছে ৪০ হাজার ২৪১ টাকা। সোমবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দর ছিল ৪১ হাজার ১১৬ টাকা।

আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ২৬ হাজার ২৪৪ টাকার বদলে বিক্রি হবে ২৫ হাজার ৩৬৯ টাকায়। অর্থাৎ ভরিতে দাম ৮৭৫ টাকা কমেছে।

এদিকে, বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, তবে স্বর্ণের দর কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকছে। অর্থাৎ ২১ ক্যাডমিয়ামের প্রতিভরি রুপা বিক্রি হবে এক হাজার ৫০ টাকায়।

প্রসঙ্গত, গত ১৫ দিনে তিন দফায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করলো বাজুস। প্রথমে গত ১১ সেপ্টেম্বর ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়। পরে গত ২০ সেপ্টেম্বর ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছিল।

গোনিউজ২৪/কেআর/পিআর

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?