ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনীর তিন মুক্তিযোদ্ধা কমান্ডার জেলে


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৭, ০৭:৩৩ পিএম
ফেনীর তিন মুক্তিযোদ্ধা কমান্ডার জেলে

ফেনী: ফেনীর সোনাগাজীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আফছার হত্যা মামলায় তিন আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। 

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাছির উদ্দিন, সাবেক কমান্ডার মোশারফ হোসেন, সোনাগাজী সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম।

বুধবার সোনাগাজী আমলি আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক দেলোয়ার হোসেন জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে তারা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অগ্রিম জামিন নিয়েছিলেন। ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক এ কে এম নজিবুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে জানা যায়, ১৯৭১ সালের ডিসেম্বরে পরাজয় নিশ্চিত জেনে তালিকাভুক্ত রাজাকার কমান্ডার শাহজাহান পালিয়ে যাওয়ার সময় মুক্তিযোদ্ধা নুরুল আফছার তাকে আটক করে। ভাইকে রক্ষা করতেই সৈয়দ নাছির উদ্দিন ও তার সহযোগীরা বিজয়ের পূর্ব মুহূর্তে ১১ ডিসেম্বর ভোরে নুরুল আফছারকে হত্যা করে। হত্যাকাণ্ডের ৪৫ বছর পর ফেনীর সোনাগাজীর মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ নুরুল আফছার হত্যার ঘটনায় ফেনীর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আমলি আদালত-১ এর বিচারক মুহাম্মদ সিরাজ উদ্দিন ইকবালের আদালতে তার ছোট ভাই গোলাম কিবরিয়া বাবুল একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সোনাগাজী থানাকে এফআইআরের নির্দেশ দেন। 

গত ২৯ সেপ্টেম্বর সোনাগাজী থানা মামলাটি গ্রহণ করে। মামলায় সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাছির উদ্দিন, সাবেক কমান্ডার মোশারফ হোসেন, আবুল কাশেম কাজি ও রাজাকার শাহজাহান আকবরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাতজনকে আসামি করা হয়েছে। 

গোনিউজ/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা