ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেনীতে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক নারী-শিশু


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৭, ০৫:৩৬ পিএম আপডেট: ডিসেম্বর ১৩, ২০১৭, ১১:৩৬ এএম
ফেনীতে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক নারী-শিশু

ফেনী: আবহাওয়া পরিবর্তনের কারণে ফেনীতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক নারী ও শিশু জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেনী সদর হাসপাতালে ৫৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এদের অধিকাংশই শিশু। হাসপাতালে জায়গার অভাবে মেঝেতে এবং বাইরে থাকছে রোগীরা।

রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক রোগী জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী। মঙ্গলবার রাতে ফেনী সদর হাসপাতালে ৫৪ ডায়ারিয়া রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫০ জনই হচ্ছে শিশু। তারা বেশিরভাগ সোনাগাজী উপজেলার।

এদিকে, জেলার সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে ৪০ জন শিশু ভর্তি রয়েছে। ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের আবদুল আজিজের বাবা আলমগীর হোসেন জানান, ছোট্ট একটি ওয়ার্ডের মধ্যে ৫০-৬০ জন রোগী আর স্বজন থাকা খুবই কষ্টকর। অনেকে জায়গা না পেয়ে হাসপাতালের বারান্দায় এবং বাইরে অবস্থান করছে।

এ ব্যাপারে ফেনী সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহা রোগীদের অভিযোগ স্বীকার করে জানান, ডায়ারিয়া ওয়ার্ড সীমিত হওয়ায় রোগীদের হিমশিম খেতে হচ্ছে। অসময়ে বৃষ্টি হওয়া ও ভাইরাস জনিত কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এছাড়া বহির্বিভাগ থেকে গত তিনদিনে অর্ধশত ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন।

ফেনী সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম জানান, এমন পরিস্থিতিতে শিশুদেরকে শুষ্ক স্থানে ও বৃষ্টির পানি থেকে দূরে রাখাসহ সবাইকে খাবারের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে।

গোনিউজ/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা