ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফুলে ফুলে ঢেকে গেছে বঙ্গবন্ধু ম্যুরাল


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেট, যশোর প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৭, ০৮:৪০ পিএম
ফুলে ফুলে ঢেকে গেছে বঙ্গবন্ধু ম্যুরাল

যশোর: যশোরে অবস্থিত দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল ফুলে ফুলে ঢেকে গেছে। জাতীয় শোক দিবসে দিনভর ম্যুরালে ফুল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে এ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং স্কুল-কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনম্র শ্রদ্ধা জানায়।

এ ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ, সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার রাজেক আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার প্রমুখ।

ফুলে ফুলে গেছে ভরে...

সভাপতি একরাম-উদ-দৌলা ও সম্পাদক মবিনুল ইসলাম মবিনের নেতৃত্বে যশোর সংবাদপত্র পরিষদ, সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এসএম তৌহিদুর রহমানের নেতৃত্বে প্রেসক্লাব যশোর, সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের নেতৃত্বে যশোর সাংবাদিক ইউনিয়ন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

অন্যদের মধ্যে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতারা, জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, সাধারণ সম্পাদক ছালছাবিল আহম্মেদ জিসানসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও শ্রদ্ধা জানায়।

অপরদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে জিলা স্কুল অডিটোরিয়ামে দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন গোপেন্দ্র নাথ আচার্য্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসাইন শওকত, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

আলোচনা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ, বৃহত্তর যশোর জেলা মুজিব বাহিনীর অধিনায়ক আলী হোসেন মনি, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস।

অন্যদিকে, সকাল থেকেই যশোরের প্রতিটা মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর রেকর্ডকৃত ভাষণ, দেশত্মাবোধক গান প্রচার হয়। অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়া রাস্তার পাশে তাবু টাঙিয়ে দরিদ্রদের মাঝে খিচুড়ি বিতরণ করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

গোনিউজ২৪/এন

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা