ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফাহিম আশরাফের কাছে হেরে গেল বাংলাদেশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০১৭, ১১:২৩ পিএম
ফাহিম আশরাফের কাছে হেরে গেল বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ের আগে দু’টি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ। ৩৪২ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তান ২ উইকেট হাতে রেখে  জয়ের লক্ষে পৌঁছে যায় । ২ উইকেটে জয় পায় পাকিস্তান    

বার্মিংহ্যামের এজবাস্টনের ম্যাচটি টস জিতে প্রথমে ব্যাটিং করে ৩৪১ রান সংগ্রহকরে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ৩৪২ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১৯ রানে ২ উইকেট হারিয়ে বিপাকেই পড়ে।তবে আহমেদ শেহজাদ ও মোহাম্মদ  হাফিজের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। এ দু'জনের মাঝে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ওপেনার শেহজাদ। তবে হাফ সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতেই তাকে সাজঘরে ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।এর পর শফিউল ইসলাম হাফিজকে ৪৯ রানে ফিরিয়ে দেন।

এর কিছুক্ষন পরেই মোসাদ্দেক পাকিস্তানের ক্যাপ্টেন সরফরাজ আহমেদ কে ফিরিয়ে দিলে ম্যাচের নিয়ন্ত্রন চলে আসে টাইগারদের হাতে। এরপর সবচেয়ে বিপজ্জনক শোয়েব মালিককে ফিরিয়ে দেন মিরাজ। ৭২ রান করে আউট হন তিনি।  তবে শেষ দিকে ম্যাচের সব হিসাব উলটপালট করে দিয়ে ফাহিম আশরাফ ৩০ বলে ৬৪ রানে করলে হেরে যাওয়া ম্যাচ জিতে যায় পাকিস্তান। শেষ দিকে  বাজে বোলিঙয়ের করায় একটি ভাল সুযোগ হারাল বাংলাদেশ।  যখন ওভার প্রতি ১২ রান লাগবে পাকিস্তানের হাতে মাত্র ২ উইকেট, তখন কি বোলিং করলো বাংলাদেশ? ২৪৯ রানে ৮ উইকেট পড়ার পরও এই অবস্থা!

পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। ইনিংসের তৃতীয়ওভারের দ্বিতীয় বলে তাসকিনের বল আজহার আলীর ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে।উইকেটরক্ষক মুশফিকুর রহিম তার বিশ্বস্ত গ্লাভসে বলটি লুফে নিলে সাজঘরে ফেরেন আট রান করা আজহার।এর পরের ওভারের দ্বিতীয় বলে আঘাত হানেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।তার বলেও উইকেটের পেছনে ক্যাচ লুফে নেন মুশফিক। এবারের শিকার বাবর আযম। আউট হওয়ার আগে তিন বল খেলে এক রান করেন ডানহাতি এই
ব্যাটসম্যান।

সেখান থেকে দলের হাল ধরেন ওপেনার শেহজাদ ও হাফিজ। দু'জনের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তবে ব্যক্তিগত ৪৪ রানে সাকিবের বলে শেহজাদ বোল্ড হলে
ভাঙ্গে তাদের ৫৯ রানের জুটি। 

এর আগে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের ঝড়ো সেঞ্চুরি ও ইমরুল কায়েসের হাফ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে
৩৪১ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। 

বাংলাদেশের পক্ষে মাশরাফি,তাসকিন,শফিউল, সাকিব, মিরাজ, মোসাদেক একটি করে উইকেট নেন। 

স্কোর বোর্ডঃ 
বাংলাদেশ ৫০ ওভারে ৩৪১/৯ (তামিম ১০২, ইমরুল ৬১, মুশফিক ৪৬, মাহমুদউল্লাহ ২৯, মোসাদ্দেক ২৬, সাকিব ২৩, সৌম্য ১৯, মিরাজ ১৩; জুনায়েদ
৪/৭৩, শাদাব ২/৫৫, হাসান ২/৫৮)।
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ