ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ফাইনাল খেলবে বাংলাদেশ’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ৩০, ২০১৭, ০৯:৪০ এএম
‘ফাইনাল খেলবে বাংলাদেশ’

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপে বাংলাদেশ। যাকে গ্রুপ অব ডেথ বললেও ভুল বলা হবে না। বাংলাদেশের সঙ্গে এই গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দল। তিনটি দলই হালের খুবই ফেভারিট। এদের টপকে বাংলাদেশের শেষ চারে ওঠা বেশ কঠিনই। তার ওপর যদি ফাইনালে খেলার স্বপ্ন দেখেন কেউ, তাকে কি বাড়াবাড়ি বলা হবে?

কেউ কেউ হয়তো বাড়াবাড়িই বলবেন। তবে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে টপকে যখন বাংলাদেশ র‍্যাংকিংয়ে ছয়ে উঠেছে, তখন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলাটাও অসম্ভব কিছু নয় নিশ্চয়ই। 

বাংলাদেশ দলের তরুণ হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের বিশ্বাস, তাঁর দল ফাইনালে খেলবে। সেই সামর্থ্য আছেও তাদের। সম্প্রতি ফেসবুক লাইভে তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে আমাদের ম্যাচগুলো নিশ্চই দেখবেন আপনারা। আমরা যেন ফাইনালে খেলতে পারি, চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি। আমাদের স্বপ্নটা যেন সত্যি হয়। সফরটা যেন সফল হয়। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

আগামী ১ জুন শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। বাংলাদেশ উদ্বোধনী দিনে মাঠে নামবে, প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়ে র‍্যাংকিংয়ে ছয়ে ওঠা বাংলাদেশ এই আসরে ফেভারিটদের কাতারে রয়েছে।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। লন্ডনের ওভালে ম্যাচটি হবে ৫ জুন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ।

কার্ডিফে বাংলাদেশের তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি হবে ৯ জুন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। গ্রুপ পর্বে ভালো করলে বাংলাদেশের সেমিতে ওঠার সম্ভাবনা রয়েছে।

আসরের দুটি সেমিফাইনাল হবে ১৪ ও ১৫ জুন। আর ফাইনাল হবে ১৮ জুন।

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ