ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রবাসী স্ত্রীর পরকীয়ার খবর শুনে স্বামীর আত্মহত্যা


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০১৭, ০৮:৫৩ এএম
প্রবাসী স্ত্রীর পরকীয়ার খবর শুনে স্বামীর আত্মহত্যা

প্রবাসী স্ত্রীর পরকীয়ার খবর শুনে শরিফ (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর ভাষানটেকে এ ঘটনা ঘটে।  তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

ভাষানটেক থানার এসআই আব্দুস সালাম জানান, নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিরামপুর গ্রামের শরিফ হোসেন উত্তর ভাষানটেকে মেরি বেগমের টিনসেট বাসায় থাকতেন।  তিনি বাসা মালিকের একটি হোটেলে বাবুর্চির কাজ করতেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসার বাথরুমে ঢুকে কাপড় রাখার স্টেনের সঙ্গে গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

এদিকে মেরি বেগম জানান, গত তিন চার বছর আগে প্রেম করে এক বোনের ননদ তাসলিমা আক্তারকে বিয়ে করেন শরিফ। তাদের সংসারে কোন ছেলেমেয়ে নেই।

তিনি জানান, গত বছরের নভেম্বরে তাসলিমা আক্তার কাজের উদ্দেশ্যে জর্ডানে যান।  সেখানে তিনি বাংলাদেশি এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।  শরিফ বিষয়টি বুঝতে পেরে তাকে সন্দেহ করতে শুরু করে।

সম্প্রতি শরিফের পরিচিত এক নারী জর্ডান থেকে দেশে ফেরত আসেন।  তার কাছ থেকে শরীফ স্ত্রী তাসলিমা আক্তারের পরকীয়ার খবর নিশ্চিত হন বলে উল্লেখ করেন মেরি বেগম।

তিনি বলেন, পরকীয়ার পর থেকে প্রতিদিনই স্বামী-স্ত্রীর মাঝে ফোনে ঝগড়া হতো।  এর জের ধরেই ক্ষোভে দুঃখে শরিফ আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গো নিউজ২৪

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর
ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে