ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর পুরস্কার ফিরিয়ে দেবেন হামিদ মীর


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৮, ২০১৭, ১০:২১ পিএম
প্রধানমন্ত্রীর পুরস্কার ফিরিয়ে দেবেন হামিদ মীর

বাবা ওয়ারিস মীরকে ২০১৩ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সম্মাননা পদক ফেরত দেবেন পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের উপস্থাপক ও সাংবাদিক হামিদ মীর।

গতকাল বৃহস্পতিবার এমন ঘোষণা দেন পাকিস্তানের জিয়ো টিভির ‘ক্যাপিটল টক’ অনুষ্ঠানের এই উপস্থাপক।

জিও নিউজ অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়  তৎকালীন পূর্ব পাকিস্তানের হয়ে  পশ্চিম পাকিস্তানের  বিপক্ষে সোচ্চার অবস্থান নিয়েছিলেন ওয়ারিস মীর। ২০১৩ সালে ওয়ারিস মীর সহ মোট ১৩ জন পাকিস্তানিকে ‘ফরেন ফ্রেন্ডস অব বাংলাদেশ অ্যাওয়ার্ড’ এ ভূষিত করা হয়। ২০১৩ সালের ২৪ মার্চ একাত্তরে স্বাধীনতাযুদ্ধের দিনগুলোতে বাঙালির পাশে দাঁড়ানো মোট ৬৯ বিদেশি বন্ধুকে সম্মাননা জানায় বাংলাদেশ।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে হামিদ মীর বলেন, ‘প্রতিশ্রুত সম্পর্ক উন্নয়নের পরিবর্তে তিনি (শেখ হাসিনা) খারাপ করেছেন। এই সম্মাননার মাধ্যমে তিনি আমাদের (পাকিস্তান) ধোঁকা দিয়েছেন।’

‘যাঁরা নিজস্ব বিবেচনাবোধ থেকে ১৯৭১ সালের সামরিক অভিযানের বিরোধিতা করেছিলেন, সেসব পাকিস্তানিকে এই সম্মাননা দেওয়া হয়। এখন এটাকে শঠতার প্রতীক মনে হচ্ছে।’

সম্মাননা ফেরত দেওয়ার বিষয়ে হামিদ মীর বলেন, ‘যেহেতু আমার হাতে আর কোনো সুযোগ নেই, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আমাদের সবার উচিত এই শঠতার প্রতীক হাসিনার কাছে ফেরত দেওয়া। আমি অবশ্যই সেটা করব।’

ক্যাপিটল টকে হামিদ মীর বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল বুঝিয়ে পাকিস্তানিদের সম্মাননা দিয়েছিলেন। তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার কথা বলেছিলেন। কিন্তু তা না করে তিনি তাঁদের ধোঁকা দিয়েছেন।

গো নিউজ২৪/এএইচ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও