ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রথমে দুর্ঘটনার লাশ ভেবে দাফন, এক বছর পর উত্তোলন


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৭, ০৮:৫৬ পিএম
প্রথমে দুর্ঘটনার লাশ ভেবে দাফন, এক বছর পর উত্তোলন

সিরাজগঞ্জ: দাফনের ৩৭৯ দিন পর সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার দুপুরে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের নির্দেশনায় উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুক সুফিয়ানের উপস্থিতিতে উল্লাপাড়া পশ্চিমপাড়া কবরস্থান থেকে এই লাশ উত্তোলন করা হয়।  এ সময় পুলিশও উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হাসান উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের রজব আলীর ছেলে এবং সরকারি আকবর আলী কলেজের ৩য় বর্ষের সম্মান শ্রেণির ছাত্র ছিল। 

জানা গেছে, ২০১৬ সালের ২৯ নভেম্বর বগুড়া-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। এ ঘটনার সময় ইমতিয়াজ মোটরসাইকেলে তার রুবেল নামের অপর এক বন্ধুকে সঙ্গে নিয়ে বালসাবাড়ী বাজার থেকে উল্লাপাড়া আসছিলেন। ঘটনাস্থলে বিদ্যুতের খুঁটিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে তিনি মারা যান। এ সময় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়। 

নিহতের বাবা রজব আলী জানান, দুর্ঘটনার অনেক দিন পর তিনি জানতে পারেন তার ছেলে রুবেলের মৃত্যু নিছক সড়ক দুর্ঘটনায় নয়। তাকে কেউ হত্যা করেছে বলে তিনি বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছেন। ফলে গত ৮ অক্টোবর তিনি সিরাজগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে উল্লাপাড়া স্টেশন এলাকার বাসিন্দা দুই সহোদর ভাই রুবেল ও রাসেল এবং উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের একরামুল ও মনিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ফারুক সুফিয়ান জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের নির্দেশনায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার উদ্দিন শামীমের চিঠির প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য ইমতিয়াজ হাসান রুবেলের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক শামছুল আলম ও খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

গোনিউজ/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা