ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্যারিসে অভিনব গণশৌচাগার


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ০৭:৪০ পিএম
প্যারিসে অভিনব গণশৌচাগার

ভালোবাসার শহর প্যারিসের বাসিন্দারা অনেকদিন ধরেই ফুটপাত দিয়ে হাঁটতে গিয়ে প্রস্রাবের দুর্গন্ধ পাচ্ছেন। এই অবস্থা থেকে নাগরিকদের বাঁচাতে অভিনব এক উপায় পরীক্ষা করে দেখা হচ্ছে।

প্যারিসের ফুটপাত আর রেল স্টেশনের আশপাশ দিয়ে চলাচলকারীদের অনেকদিন ধরেই প্রস্রাবের দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে। এগুলো পরিষ্কার রাখতে শহর কর্তৃপক্ষের নানান উদ্যোগ থাকলেও সমস্যার সমাধান হচ্ছে না। এই পরিস্থিতির জন্য মাতালরাই অন্যতম দায়ী।

স্বয়ংক্রিয় শৌচাগার:
প্যারিস জুড়ে এমন প্রায় সাড়ে চারশ শৌচাগার আছে। এগুলো ‘স্যানিসেৎ’ নামে পরিচিত। একজনের ব্যবহারের পর এই শৌচাগার স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যায়।

পরিবেশবান্ধব উপায়:
প্যারিসের এক রেলস্টেশনে ‘উরিত্রতোয়া’ নামে দুটি পরিবেশবান্ধব গণশৌচাগার পরীক্ষা করে দেখা হচ্ছে। খড় রাখা যে বাক্সটি দেখতে পাচ্ছেন, সেটি আসলে লাল অংশটির নীচে থাকে। অর্থাৎ প্রস্রাব গিয়ে ওই খড়ের বাক্সে পড়ে।

কম্পোস্ট সার উৎপাদন:
বাক্সে থাকা খড় প্রস্রাবের সঙ্গে মিশে কম্পোস্ট তৈরি হয়। এই কম্পোস্ট দিয়েই উরিত্রতোয়ায় গাছের চাষ করা যাবে। এছাড়া পার্ক কিংবা বাগানেও ব্যবহার করা যাবে। খড়ের আরেকটি সুবিধা আছে। এতে উচ্চমাত্রার কার্বন থাকায় দুর্গন্ধ অনেক কম হয়।

দুই সাইজের শৌচাগার:
দুই আকারের উরিত্রতোয়া রয়েছে। বড়টিতে প্রায় ৬০০ জন মূত্রত্যাগ করতে পারবেন। একেকজনের ক্ষেত্রে সাড়ে চারশ মিলিলিটার ধরে এই হিসাব করা হয়েছে। আর ছোটটি তিনশজনের মূত্র ধারণে সক্ষম। একেকটি উরিত্রতোয়ার দাম পড়বে প্রায় তিন হাজার ইউরো।

যখন ভরে যাবে, তখন...
শৌচাগার প্রস্রাবে ভরে গেলে উরিত্রতোয়াতে থাকা ইলেক্ট্রনিক মনিটরিং সেন্সর সবচেয়ে কাছে থাকা একজন পরিচ্ছন্নতা কর্মীকে সংকেত পাঠাবে। এতে করে জ্বালানি খরচ করে শৌচাগার পূর্ণ হলো কিনা, তা দেখতে যেতে হবে না। অর্থাৎ এই দিক থেকেও উরিত্রতোয়া পরিবেশবান্ধব।

মেয়েদের জন্য?

এই দুজনই হলেন এই অভিনব টয়লেটের আবিস্কারক


ছবির দুজন লঁর লেব ও ভিক্টর মাসিপ এই অভিনব শৌচাগারের উদ্ভাবক। ভবিষ্যতে নারীদের জন্যও এমন পাবলিক টয়লেট তৈরির কথা ভাবছেন তারা। তবে তার আগে পরীক্ষা সফল হয় কিনা এখন তা-ই দেখার পালা।

গোনিউজ২৪/এম

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী