ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্যান্ট গুটিয়ে নামাজ পড়া কি জায়েজ?


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: মে ১, ২০১৭, ০৫:৩৩ পিএম আপডেট: মে ১, ২০১৭, ১১:৩৪ এএম
প্যান্ট গুটিয়ে নামাজ পড়া কি জায়েজ?

যারা অফিসে কাজ করেন বা কোথাও ঘুরতে যান তারা সাধারণত প্যান্ট পড়ে থাকেন। এমতাবস্থায় সবাই প্যান্ট গুটিয়েই নামাজ আদায় করে নেন। কিন্তু এভাবে কি নামাজ হবে? 

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৪৯৯তম পর্বে ছেলেরা প্যান্ট টাকনুর ওপরে রেখে নামাজ আদায় করলে নামাজ হবে কি না, সে সম্পর্কে টেলিফোনে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। 

প্রশ্ন : আমরা যাঁরা অফিস-আদালতে নামাজ পড়ি, প্যান্ট পরে টাকনুর ওপরেই কাপড় রেখে আমরা নামাজ পড়ি। কিন্তু প্যান্ট গুটিয়ে নামাজ পড়ি। আমি শুনেছি, এভাবে প্যান্ট গুটিয়ে রেখে নাকি নামাজ পড়া যাবে না। এটি কতখানি সহিহ?

উত্তর : প্যান্ট গুটিয়ে রাখার বিধানটা শুধু নামাজের জন্য নয়। টাকনুর ওপরে প্যান্ট পরা এটি সব সময়ের বিধান। সুতরাং এই কাজটি যদি কেউ করে থাকেন, তাহলে এটা ভুল কাজ করছেন।

আর সহিহ বুখারির মধ্যে এসছে, রাসূল (সা.) বলেছেন, ‘সালাতের মধ্যে যদি কেউ কাপড় গুটান, তাহলে এই কাজ তাঁর জন্য মাকরুহ, অপছন্দনীয়, এটি জায়েজ নেই।’ অর্থাৎ, সালাতের মধ্যে কাপড় গুটানোর কাজটি জায়েজ নেই। কিন্তু সালাতের আগে অথবা পরে যদি কেউ কাপড় গুটান, তাহলে এটা মাকরুহ হবে না, এটা তাঁর জন্য জায়েজ রয়েছে, তিনি করতে পারেন।

যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাপড় টাকনুর নিচে পরেন, তাহলে সেটা অহংকার। এটা হারাম, এর জন্য সে জাহান্নামি হবে। এ বিষয়ে রাসূল (সা.)-এর স্পষ্ট হাদিস রয়েছে। আর যদি কেউ টাকনুর ওপরে পরে, কিন্তু কোনো কারণে নিচে নেমে যায়, তহালে সেটা অহংকার নয়, এর জন্য তিনি গুনাহগার হবেন না।

ভিডিওটি দেখুন-

 

গো নিউজ২৪/এএইচ

ইসলাম বিভাগের আরো খবর
তাবলিগের বিরোধটা আসলে কোথায়

তাবলিগের বিরোধটা আসলে কোথায়

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

পবিত্র আশুরা ২৯ জুলাই

পবিত্র আশুরা ২৯ জুলাই

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান