ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

পুলিশের সামনেই ১০ টাকার ভাড়া ১০০ টাকা


গো নিউজ২৪ | রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জুন ২৪, ২০১৭, ০৩:৫৩ পিএম আপডেট: জুন ২৪, ২০১৭, ০৯:৫৩ এএম
পুলিশের সামনেই ১০ টাকার ভাড়া ১০০ টাকা

দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের প্রবেশ দ্বার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এটাকে সুযোগ হিসেবে নিয়ে ঘাটে আসা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে একটি চক্র।

যাত্রীদের অভিযোগ, সংঘবদ্ধ এই চক্রের খপ্পরে পড়ে নানা ধরণের হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। রাতে এই  চক্রটি পুলিশের সামনেই এই অপকর্ম করছে ।

দৌলতদিয়া ফেরি অথবা লঞ্চ ঘাট থেকে বাস টার্মিনাল পর্যন্ত ভাড়া ছিল ১০-১৫ টাকা। ঈদ উপলক্ষে সেই ভাড়া বেড়ে এখন দাড়িঁয়েছে ৮০-১০০ টাকা। 

অন্যদিকে গোয়ালন্দ থেকে মাগুরার ১২০ টাকার ভাড়া বৃদ্ধি পেয়ে তা দাড়িঁয়েছে ৩০০-৩৫০ টাকা। আর  রাজবাড়ী সদরের ৩৫ টাকার ভাড়া এখন ১০০ টাকা।

যাত্রীরা ঘাটে নামার পর টার্মিনালের দিকে যাওয়ার সময়ই চক্রটি সু-কৌশলে পথ আগলে বিড়ম্বনায় ফেলে তাদের চাহিদার যানবাহনে যেতে বাধ্য করছে।

কুষ্টিয়া ভেড়ামাড়ার  জামাল শেখ দু:খ করে বলেন, ‘ভাই আমি পদ্মা-গড়াইতে ভেড়ামাড়া যাবো। কিন্তু  কিছু দালাল আমাকে জোর করে মাহেন্দ্রে রাজবাড়ীর গাড়িতে উঠিয়ে দিল। এখন বলছে ভাড়া দিতে হবে ১০০ টাকা।’

এদিকে কোন রকম ঝামেলা ছাড়াই যাত্রীদের নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করছেন  রাজবাড়ী জেলা প্রসাশক মো. শওকত আলী ও  পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা ।

পুলিশ সুপার সালমা বেগম বলেন, ‘কোন রকম ঝামেলা ছাড়াই যাত্রীদের নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে প্রশাসন। ঈদের আগে এবং পরেও ঘাট আমাদের বিশেষ নজরদারিতে থাকবে। এসময় তিনি সকলকে সম্মিলিতভাবে সহযোগিতা করার আহবান জানান।’ 


গো নিউজ২৪/এএইচ
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা