ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাত্রের যে বদভ্যাসের কারণে বিয়েই ভেঙে দিলেন কনে


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০১৭, ০৫:১৪ পিএম আপডেট: জুন ১৩, ২০১৭, ১১:১৪ এএম
পাত্রের যে বদভ্যাসের কারণে বিয়েই ভেঙে দিলেন কনে

পাত্র-পাত্রী দু’জনের সম্মতিতে আগেই ঠিক হয়েছিল বিয়ের দিনক্ষণ। সেজে উঠেছিল বিয়ে মন্ডপ। বরও এসে হাজির হয়েছিলেন সেজেগুজে। অতিথিদের স্বাগত জানাতে কোনও খামতি রাখেননি কনেপক্ষও। তিথি-নক্ষত্র মেনেই হচ্ছিল মালাবদল। 

এমন শুভ মুহূর্তেই হঠাৎ বেঁকে বসলেন কনে। সকলকে অবাক করে ঘোষণা করলেন, এ বিয়ে তিনি কিছুতেই করবেন না। সবার মুখে একটাই প্রশ্ন, কী কারণে এমন সিদ্ধান্ত কনের? কারণটা পাত্রীই জানালেন। তাঁর এই সিদ্ধান্তের জন্য দায়ী পাত্রের একটি বদভ্যাস। গুটখা খাওয়ার অভ্যাস রয়েছে ওই যুবকের। আর এই অভ্যাস পাত্রীর একেবারেই অপছন্দ। তাই গুটখার নেশায় আসক্ত ব্যক্তিকে বিয়ে করতে পারবেন না তিনি।

ভারতের উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ঘটেছে এই ঘটনা। স্থানীয় দালান ছাপাড়া এলাকার বাসিন্দা ওই পাত্র। লগ্ন মেনেই বিয়ে করতে পৌঁছেছিলেন লালগঞ্জে। পাত্রীও সেজেগুজে তৈরি ছিলেন। 

কিন্তু মণ্ডপে এসেই পাত্রী খেয়াল করেন, তখনও গুটখা মুখে দিয়ে রেখেছেন পাত্র। এ দৃশ্য দেখেই বেঁকে বসেন তিনি। বর ও কনে, দুই পক্ষের সকলেই পাত্রীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন পাত্রী। এমনকী, পাত্রও তাঁকে কথা দেন বিয়ের পর এই বদভ্যাসটি ত্যাগ করবেন। কিন্তু তাতেও বরফ গলেনি।

নরমে-গরমে যুবতীকে বুঝিয়ে যখন কোনও লাভ হয়নি পুলিশেরও দ্বারস্থ হন পাত্রের পরিবার। স্থানীয় ডোকাটি পুলিশ স্টেশনে অভিযোগ জানান তাঁরা। পাত্রীও হাজির হন পুলিশ স্টেশনে। 

জানান, একবার কেউ এই গুটখার মতো নেশার কবলে পড়লে তাঁর আর সেখান থেকে বেরিয়ে আসার কোনও পথ থাকে না। হাজার চেষ্টা করলেও এর থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। 

তাই জেনেবুঝে এমন মানুষকে জীবনের সঙ্গী হিসেবে মেনে নিতে পারবেন না তিনি। পুলিশকর্মীরাও কনেকে প্রথমে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁর সিদ্ধান্ত মেনে নেন। শেষ পর্যন্ত কনের সিদ্ধান্তেই স্থগিত রাখতে হয় বিয়ে। 


গো নিউজ২৪/এএইচ

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর
আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!