ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের সামনে ইতিহাস গড়ার হাতছানি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ০১:৩৮ পিএম আপডেট: এপ্রিল ৩০, ২০১৭, ০৭:৩৮ এএম
পাকিস্তানের সামনে ইতিহাস গড়ার হাতছানি

ক্রিকেটের ‘বড় শক্তি’র পরিচয় অনেক আগেই মুছে গেছে তাদের। এক সময়ের দোর্দণ্ড প্রতাপের ক্যারিবীয় দলের বর্তমান অবস্থা নতুন করে বলার প্রয়োজন নেই। ২০০৮ সালের পর বাংলাদেশ-জিম্বাবুয়ে ছাড়া তারা একটিই দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ওয়ানডেতে। ২০১২ সালে নিউজিল্যান্ডকে নিজেদের মাটিতে ৪-১ ব্যবধানে হারিয়েছিল তারা। 

পাকিস্তানের বিপক্ষে তাদের দ্বিপাক্ষিক সিরিজের সাফল্য তো আরও পুরোনো। ১৯৯২ সালের পর আর জেতেইনি ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে তারা সিরিজ হেরেছে পাঁচবার।

অপরদিকে, টেস্ট ক্রিকেটে অনেক প্রাপ্তিই রয়েছে পাকিস্তানের। সঙ্গে রয়েছে বড়সড় একটি অতৃপ্তিও। এর জন্য আক্ষেপে পুড়তে হচ্ছে তাদের। যুগ যুগ ধরে অপেক্ষা করতে হচ্ছে। আবার লজ্জার রেকর্ডও তো বটে। কী সেই অতৃপ্তি? ক্যারিবিয়ান দ্বীপে এখন পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান।

ভাগ্যের সহায় না থাকলে যা হয়! আশা জেগেও তা রূপ নেয় হতাশায়। এবার দীর্ঘ দিনের সেই আক্ষেপ ঘোচানোর পালা পাকিস্তানের। টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেয়া মিসবাহ-উল হকের নেতৃত্বেই কি ইতিহাসটা গড়তে পারবে এশিয়ান দলটি? সময়ই সব বলে দেবে।

কিছুটা দুর্বল ওয়েস্ট ইন্ডিজ দল পেয়ে ইতোমধ্যে এগিয়ে গেছে মিসবাহ-উল হকের দল। রয়েছে ইতিহাস গড়ার পথেই। প্রথম টেস্ট ম্যাচটা পাকিস্তান জিতে নিয়েছিল ৭ উইকেটে। আর তাতে তিন ম্যাচের টেস্ট সিরিজে সফরকারীরা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ। বারবাডোজের কিংস্টন ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়, সরাসরি সম্প্রচার করবে টেন ৩।

ক্যারিবিয়ান দ্বীপে ইতিহাস গড়তে প্রস্তুত পাকিস্তান। অধিনায়ক মিসবাহর ভাষায়, ‘আমরা দেখিয়েছি- জিততে পারি। তবে পা মাটিতেই রাখতে হবে। যেতে হবে অনেক দূর। রান করতে হবে।

প্রতিপক্ষের ২০ উইকেট ভাঙতে হবে। মাঠে পাওয়া সব সুযোগের সদ্ব্যবহার করতে হবে। ছেলেরা এই ম্যাচটিও জিততে মরিয়া। কারণ এখানে প্রথমবারের মতো সিরিজ জিতব। তাছাড়া (বিদায় বেলায়) এমনটা দেখতে আমার ও ইউনিসের কাছে অনেক ভালো লাগবে।’


গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ