ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাঁচ কোম্পানির লভ্যাংশ ঘোষণা


গো নিউজ২৪ প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৫, ০৮:৩০ পিএম
পাঁচ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি প্রতিষ্ঠান শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। গত সপ্তাহে কোম্পানিগুলো তাদের সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)এর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানগুলো হলো: তাল্লু স্পিনিং, মিথুন নিটিং, বঙ্গজ, বাটা সু এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড।

তাল্লু স্পিনিং:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের তাল্লু স্পিনিং লিমিটেড ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৩ পয়সা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৩২ পয়সা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৭৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)৩০ ডিসেম্বর ফ্যাক্টরি প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

মিথুন নিটিং:
মিথুন নিটিং লিমিটেড ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭ শতাংশ বোনাস লভাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৯৪ পয়সা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৫৭ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ ডিসেম্বর ফ্যাক্টরি প্রাঙ্গণে সকাল ১২টায় অনুষ্ঠিত হবে।

বঙ্গজ:
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেড ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৫৫ পয়সা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৬ টাকা ৬১ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ ডিসেম্বর ফ্যাক্টরি প্রাঙ্গণ, চুয়াডাঙ্গায় সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

বাটা সু:
বাটা সু-এর পরিচালনা পর্ষদ চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানির ব্যবসায় আয় বিবেচনায় নিয়ে ২১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ টাকা ৬৩ পয়সা ও শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২১৯ টাকা ৫১ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ২৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। চামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

ইস্টার্ন ক্যাবলস:
ইস্টার্ন ক্যাবলস লিমিটেড ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩০ টাকা ২৭ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ জানুয়ারি সকাল ১১টায় ফ্যাক্টরি প্রাঙ্গণ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

জা/আ

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?