ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পর্দা নামল আন্তর্জাতিক বাণিজ্যমেলার


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক, প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ০৭:৫৪ পিএম
পর্দা নামল আন্তর্জাতিক বাণিজ্যমেলার

ঢাকা: বাড়তি সময় শেষে পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শনিবার মেলার শেষ দিন। রেওয়াজ অনুযায়ী মাসব্যাপী বাণিজ্য মেলা ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও তা চার দিন বাড়ানো হয়। সেই বাড়তি সময় শেষ হচ্ছে শনিবার। এবার ছিল সময় ২২তম আসর।  

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে ১ জানুয়ারি রাজধানীর শেরেবাংলানগরে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করেন।

এ বছর মেলায় বাংলাদেশসহ ২১টি দেশ অংশ নেয়। দেশগুলো হলো-ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, মরিশাস, নেপাল, হংকং, জাপান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ভিয়েতনাম ও ভুটান।

মেলায় এবারও সাধারণ, প্রিমিয়ার, সংরক্ষিত, বিদেশি, সাধারণ মিনি, সংরক্ষিত মিনি, প্রিমিয়ার মিনি, বিদেশি মিনি প্যাভিলিয়ন, সাধারণ ও প্রিমিয়ার স্টল, ফুড স্টল, রেস্তোরাঁসহ ১৩ ক্যাটাগরির ৫৮০টি স্টল ছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বঙ্গবন্ধু প্যাভিলিয়নও রাখা হয়। এছাড়াও একটি ই-শপ, দুটি শিশু পার্ক, তিনটি রক্ত সংগ্রহ কেন্দ্র, একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং মা ও শিশু কেন্দ্র ছিল।

বিনোদনের জন্য মাঠের মধ্যে ফুলের বাগান করা হয়। এছাড়াও ছিল ক্রেতাদের সুবিধার্থে এটিএম বুথ।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ টিকেটের মূল্য ৩০ টাকা ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা ধার্য করা ছিল।

এবারের মেলায় অনেকটা আলোচিত হয়েছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ভ্যাট ফাঁকির বিষয়টি। তারা অনেকেই নিজেদের ভ্যাট নিয়ে টালবাহানা করেন।

গো নিউজ২৪/এম

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?