ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিবেশ পরিস্থিতি বুঝে নির্বাচন বর্জনের সিদ্ধান্তঃ মির্জা ফখরুল


গো নিউজ২৪ প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৫, ০৬:৩৩ পিএম
পরিবেশ পরিস্থিতি বুঝে নির্বাচন বর্জনের সিদ্ধান্তঃ মির্জা ফখরুল

নির্বাচনের পরিবেশ এবং পরিস্থিতি বিবেচনা করে পৌর নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সময়মত কৌশলগত কারণে এরকম সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির সদ্য কারামুক্ত বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর।

আজ (মঙ্গলবার) দুপুরে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর পৌর নির্বাচন নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন," আমরা জানি পৌর নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না। প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা কেন নির্বাচনে যাচ্ছি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি"।

পৌর নির্বাচন নিয়ে অাশঙ্কা কেন এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন "আমাদের অতীত অভিজ্ঞতা, বিগত ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন এবং সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনের অভিজ্ঞতা থেকে বুঝা যায় এ নির্বাচন সুষ্ঠ হবে না"।

সিটি কর্পোরেশন নির্বাচনের মতো আবার এই  নির্বাচন মাঝ পথ থেকে বিএনপি সরে দাঁড়াবে কি না এরকম প্রশ্নের জবাবে সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এটা রাজনৈতিক দলের কৌশল। সময় এবং পরিস্থিতি বিবেচনা করে এধরনের সিদ্ধান্ত নেয়া হবে।

এসময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর দলের আটক নেতা কর্মীদের দ্রুত মুক্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা শামসুজ্জামান দুদু, দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মজিবর রহমান সরোয়ার, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাত প্রমুখ।

এস এম

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন