ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরিবহন সিডিউলে জটিলতা, আসছে ২ বাস


গো নিউজ২৪ | বেরোবি করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৮:৩৩ পিএম
পরিবহন সিডিউলে জটিলতা, আসছে ২ বাস

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবহনের জন্য বর্তমানে ছয়টা বাস থাকলেও সেগুলোর চলাচলের রাস্তা একটাই হওয়ায় দুর্ভোগের মধ্যে রয়েছে অন্য দিকের শিক্ষার্থীরা। এই দুর্ভোগ লাঘবে শিক্ষার্থীদের দাবির মুখে দুটি বাস আসছে। 

শিক্ষার্থীদের বাস চলাচলের রাস্তা হচ্ছে ভার্সিটি থেকে শুরু করে মডার্ন মোড় পর্যন্ত। এরপর দর্শনা হয়ে মেডিকেল মোড় এবং তারপর ডিসির মোড়, ধাপ দিয়ে চেকপোস্ট হয়ে টার্মিনাল। টার্মিনাল থেকে দুটি বাস শাপলা হয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় এবং দুটি বাস টার্মিনাল থেকে আবার দর্শনা হয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়। 

শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি বাস একই সময়ে এবং একই সাথে যাত্রা শুরু করে। আর এসব বাসের চলাচলের রাস্তা শুধু একটা রুটেই হয়। তা হলো মডার্ন-মিঠাপুকুর রুট।

এদিকে সাতমাথার দিক থেকে আসা শিক্ষার্থীরা নিয়মিত পরিবহন ফি দিয়ে এলেও ভোগ করতে পারে না পরিবহন সুবিধা। একই সাথে বিশ্ববিদ্যালয়ে পরিবহন ফি এবং নিয়মিত যাতায়াতের জন্য ব্যয় বহন করতে হয় তাদের। 

এছাড়াও শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্লাসে আসতেও অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের। চলাচলের জন্য তাদের নির্ভর করতে হয় ব্যাটারি চালিত বোরাক কিংবা রিকশার ওপর। এসব যানের ভাড়া বেশি হওয়ায় অসুবিধার মুখে পড়তে হয় শিক্ষার্থীদের।

শুধু তাই নয়, একই সময়ে চলাচলের জন্য বাসগুলোর ওপর নির্ভরশীল শিক্ষার্থীদের সময়ের অপচয় হয়। সকাল ৮.১০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে ফিরে আসে সকাল ৯.০০ টায়। আবার সকাল ৯.১০ মিনিটে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায় বেলা ১০.০০ টায়। বেলা ১১.১০ মিনিটে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায় দুপুর ১২.০০ টায়।

এছাড়া দুপুর ১.৩০ মিনিটে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায় দুপুর ২.৩০ টায়। দুপুর ২.৩০ মিনিটে যাত্রা করে বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় বিকেল ৩.৩০ টায়। এছাড়া বিকেল ৩.৩০ মিনিটে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায় বিকেল ৪.৩০ টায়। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বাসটি যাত্রা শুরু করে বিকেল ৫.১০ মিনিটে এবং পুনরায় ফিরে আসে বিকেল ৬.০০ টায়।

শিক্ষার্থীদের দাবি, সব বাস একই সময়ে না গিয়ে ৩০ মিনিট পর পর যদি ভাগ হয়ে চলতো তাহলেও অনেকটা সময় বেঁচে যেত। যাদের ক্লাস সকাল ১০.৩০ বা ১১.০০ টায় থাকে তাদেরও ১০ টায় পৌঁছানো বাসটিতে ক্যাম্পাসে আসতে হয়। দুপুর ২.০০ টায় অধিকাংশ শিক্ষার্থীর ক্লাস থাকে। এই সময়ে তাদের আসা-যাওয়ায় অসুবিধার সম্মুখীন হতে হয়।

এসব ব্যাপারে পরিবহনের দায়িত্বে থাকা উপাচার্যের ব্যক্তিগত সচিব মো. আমিনুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, যখন এসব বাস চালু হয় তখন শিক্ষার্থীর সংখ্যা ছিল অনেক কম। তখন কমিটির মেম্বার রা এসব ব্যাপারে যা সিদ্ধান্ত নিয়েছিলেন সেসব ই চালু রয়েছে।

উপাচার্যের ব্যক্তিগত সচিব আরো জানান, কিছু দিনের মধ্যেই আরো দুটি নতুন বাস আসবে। সেই দুটি বাস এলে নতুন কমিটি করা হবে এবং বাস চলাচলের রাস্তা ও সময়ের ব্যাপারে সুবিধাজনক সিদ্ধান্ত নেয়া হবে।

গোনিউজ/এন

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল