ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘পরমাণু যুদ্ধ বাঁধিয়ে ট্রাম্প সব মার্কিনিকে মেরে ফেলবেন’


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৭, ০২:১৯ পিএম আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ০৮:১৯ এএম
‘পরমাণু যুদ্ধ বাঁধিয়ে ট্রাম্প সব মার্কিনিকে মেরে ফেলবেন’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ধরনের কর্মকাণ্ড করছেন, তাতে তিনি পরমাণু যুদ্ধ বাঁধিয়ে সব মার্কিনিকে মেরে ফেলবেন বলে হুঁশিয়ার করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রামাণ্যচিত্র নির্মাতা ও রাজনৈতিক বিশ্লেষক মাইকেল মুর। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মুর বলেন, ট্রাম্পের ‘জ্ঞানহীন’ কর্মকাণ্ডে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এবারই প্রথম নয়, এর আগে ট্রাম্পের সমালোচনায় মুখর ছিলেন বিখ্যাত এই প্রামাণ্যচিত্র নির্মাতা। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে ‘মানবরূপী বোমা’ আখ্যা দিয়েছিলেন ‘ফারেনহাইট নাইন ইলেভেন’ খ্যাত সাড়া জাগানো এই মার্কিন তথ্যচিত্র নির্মাতা।

ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ২০১৬ সালে মার্কিন নির্বাচনের সময় ভবিষ্যদ্বণী করেছিলেন মাইকেল মুর। সে সময় নিজের আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্পকে ‘মানবরূপী বোমা’ আখ্যা দিয়েছিলেন তিনি। মুর মন্তব্য করেন, তাকে ভোট দেয়া সন্ত্রাসবাদকে শক্তিশালী করার সামিল। বিকল্প ধারার মার্কিন গণমাধ্যম ‘ডেমোক্র্যাসি নাউ’কে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ট্রাম্পকে ভোট দেয়া অনেকটা ব্রেক্সিটের মতো। তাকে ভোট দেয়ার মানে সন্ত্রাসবাদকে আইনি সমর্থন দেয়া।’

একাধারে নির্মাতা, পরিচালক, লেখক, অভিনেতা, সমাজ সমালোচক ও কর্মী হিসেবে পরিচিত মাইকেল মুরের পরিচিতি যুক্তরাষ্ট্রের একজন প্রথম সারির অ্যাস্টাব্লিশমেন্ট-বিরোধী হিসেবে। নানা সময়ে তথ্যচিত্র নির্মাণের মাধ্যমে তিনি বিশ্বায়ন, বৃহৎ কর্পোরেট পুঁজি, ইরাক যুদ্ধ, পুঁজিবাদ ইত্যাদি বিষয়ের তীব্র সমালোচনা করেছেন। ২০০৪ সালে টুইন টাওয়ার ট্র্যাজেডি নিয়ে তার নির্মিত ‘ফারেনহাইট ৯/১১’ ছবিটি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করে।

মাইকেল মুর

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন রাজনীতির বর্তমান হালচাল এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন মুর। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যেকার বিরাজমান উত্তেজনা নিরসনে তৎপর হওয়ার আহ্বানও জানান তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্পের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে বলেও পরোক্ষ আভাস দেন মুর। বলেন, ‘এই লোকটি যুক্তরাষ্ট্রের সবাইকে মেরে ফেলবে। ট্রাম্পের হাতে পরমাণু হামলার গোপন সংকেত রয়েছে।’ তবে পেন্টাগনের কেউ মার্কিন নাগরিকদের রক্ষার দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মুর ১৯৫৪ সালের ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের ডেনভারের ফ্লিন্ট এলাকায় জন্মগ্রহণ করেন। মিশিগান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও পরে লেখাপড়া শেষ না করে লেখালেখি শুরু করেন। ১৯৮৯ সালে ‘রজার অ্যান্ড মি’ নামের ডকুমেন্টারি নির্মাণের মধ্য দিয়ে হলিউডে পা রাখেন এই গুণী নির্মাতা। ওই বছর সম্মানজনক অ্যামি অ্যাওয়ার্ড জিতে নেয় এটি। ২০০৭ সালে তার পরিচালিত ‘সিকো’ সিনেমাটিতে মার্কিন স্বাস্থ্য ব্যবস্থার তীব্র সমালোচনা করা হয়েছে। সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) নমিনেশন পেয়েছিল সিকো।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও