ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পদযাত্রা কর্মসূচি শেষ, এবার শাহাবাগে মানববন্ধন


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, যশোর প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৭, ০৫:৪৬ পিএম আপডেট: নভেম্বর ১৯, ২০১৭, ১১:৪৯ এএম
পদযাত্রা কর্মসূচি শেষ, এবার শাহাবাগে মানববন্ধন

যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহ সমস্যা সমাধানে চার দিনের পদযাত্রা কালেক্টরেট চত্ত্বরে গিয়ে শেষ হয়েছে। পদযাত্রার শেষ দিন রোববার কালেক্টরেট চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ ও জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা। চারদিনের এসব কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ অংশ নেন।

চার দিন আগে ভবদহ এলাকা থেকে শুরু হয়েছিল পদযাত্রাটি। রোববার যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশকালে জলাবদ্ধ এলাকার মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরা হয়। সংগ্রাম কমিটির নেতারা আগামী মাঘীপূর্ণিমার আগেই বিলকপালিয়ায় টিআরএম বাস্তবায়নের দাবি জানান। সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী স্বাক্ষরিত স্মারকলিপিটির অনুলিপি পানিসম্পদমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

পরে ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। এর মধ্যে ২২ নভেম্বর রাজধানীর শাহবাগ মোড়ে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান এবং পরদিন পানিসম্পদমন্ত্রী ও পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর কাছে স্মারকলিপি পেশ।

প্রধানমন্ত্রী বরাবর রোববার পেশ করা স্মারকলিপিতে বলা হয়, ‘কপোতাক্ষ নদ সংস্কারে ২৬১ কোটি টাকার একটি প্রকল্প সমাপ্তির পথে। এর সুফল হিসাবে কপোতাক্ষ অববাহিকায় এবার বন্যা হয়নি। এলাকা জলাবদ্ধতামুক্ত হয়েছে। তার ফলে কপোতাক্ষ অববাহিকায় এবার সোনার ফসল ফলেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান নদী প্রবাহ ভৈরব উজানে পদ্মা-মাথাভাঙ্গার সাথে সংযোগ দিয়ে সরকার ২৭৪ কোটি টাকার আরোও একটি সংস্কার প্রকল্প অনুমোদন দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলে জলাবদ্ধতা, লবণাক্ততা, আর্সেনিক সমস্যা সমাধান হবে।’

স্মারকলিপিতে বলা হয়, ‘ভবদহ সমস্যা এখন এই জনপদের নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপকভাবে বিস্তৃত হবে। ফলে নদী পলি ভরাটের কারণে কপোতাক্ষ-ভৈরবের সুফল ভেস্তে যাবে। এসমস্যার একমাত্র সমাধান উজানের পানি প্রবাহ ও সমুদ্র থেকে উঠে আসা পলি-ব্যবস্থাপনার মাধ্যমে নদীর নাব্য বাড়ানো। সেক্ষেত্রে সরকার যথার্থভাবেই জনগণের অভিজ্ঞতা গ্রহণ করে টিআরএম পদ্ধতি গ্রহণ করেছে।’

 স্মারকলিপিতে বিলকপালিয়ায় দ্রুত টিআরএম শুরু করা; হরিহর, আপারভদ্রা ও বুড়িভদ্রা জরুরিভিত্তিতে পুনঃখনন, সংস্কার কাজে অভিযুক্ত দুর্নীতিবাজদের বিচার; এলাকার সব নদী-খাল পুনরুদ্ধার, পাটা, জাল অপসারণ; ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা; অপরিকল্পিত ঘের উচ্ছেদ দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, রনজিত বাওয়ালী, গাজী আব্দুল হামিদ, বৈকুণ্ঠবিহারী রায়, অনিল বিশ্বাস, আবু বক্কার সিদ্দিকী, আতাউর রহমান বাবলু, চৈতন্য পাল, আব্দুল গনি, অশোক রায়, জিল্লুর রহমান ভিটু, জাকির হোসেন হবি, আবদুল মাজেদ, আহসান উল্লাহ ময়না, সঞ্চয় মল্লিক প্রমুখ।

গোনিউজ২৪/কেআর

 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়