ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালকে হারিয়ে ‍উড়ন্ত সূচনা বাংলাদেশের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ০৫:২৬ পিএম আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৭, ১২:০৬ পিএম
নেপালকে হারিয়ে ‍উড়ন্ত সূচনা বাংলাদেশের

স্বাগতিক হিসেবে বাংলাদেশ এমনিতেই ফেভারিট। সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। রোববার (১৭ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে ফুটবলের প্রথম ম্যাচে নেমেই নিজেদের নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ  ৬-০ গোলে বিধ্বস্ত করেছে নেপালকে। দলের হয়ে তহুরা এই আসরে প্রথম হ্যাটট্রিক করেছেন। এছাড়া আনুচিং করেছেন জোড়া গোল।

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে নেপালকে কোনঠাসা করে খেলেছে বাংলাদেশ। স্বাগতিকরা বলতে গেলে ডিফেন্সই শুরু করেছে মধ্যমাঠ থেকে! তহুরা-মার্জিয়া-মনিকারা দুই উইং দিয়ে চেপে ধরেছিল অতিথিদের। তাদের চাপের মুখে নেপালের ডিফেন্স তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কোনো ভাবেই স্বাগতিকদের আটকে রাখতে পারেনি তারা।

কৌশলগত দিক দিয়ে প্রতিপক্ষের চেয়ে বেশ এগিয়েই ছিল বাংলাদেশ। একের পর আক্রমণে গোল বের করে এনেছে আনুচিং-মনিকারা। প্রথমার্ধে গোল হয়েছে চারটি।  খেলার ৪ মিনিটেই শামসুন্নাহার শট নিয়েছিলেন। কিন্তু গোলরক্ষক কারিনা রুখে দেন সেই শট। তিন মিনিট পর মার্জিয়ার শট ক্রস বারে লেগে ফিরে আসে। তবে ১১ মিনিটে সফল হয় বাংলাদেশ।

কর্ণার থেকে মনিকা চাকমার বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শট এক ডিফেন্ডারের পায়ে লেগে পোস্টে ঢুকে স্কোর হয় ১-০। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। মার্জিয়ার কর্নার থেকে পাওয়া বল আঁখি নামিয়ে দিলে আনুচিং মারমার সাইড ভলিতে জালে বল জড়ায়।  এরপর ৩২ মিনিটে স্কোর দাঁড়ায় ৩-০।  তহুরা খাতুন একক প্রচেষ্টায় বক্সে ঢুকে গোলরক্ষক কারিনাকে ডানদিক দিয়ে পরাস্ত করেন। বিরতির ঠিক আগে তহুরার পাস থেকে গোল করে স্কোর ৪-০ করেন আনুচিং মারমা।

বিরতির পর বাংলাদেশের খেলায় ছিল ধীরগতি। তারপরও এই অর্ধে দুটি গোল এসেছে। ৫৭ মিনিটে মনিকা চাকমার শট গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়েছিলেন। ৫৯ মিনিটে আনুচিংয়ের শট এক ডিফেন্ডার ফিরিয়ে দিলে তহুরা জোরাল শটে করেন ৫-০। ৭২ মিনিটে আনুচিংয়ের বাড়ানো বলে বাঁ পায়ের জোরালো শটে টুর্নামেন্টে প্রথম  হ্যাটট্রিক পূরণ করেন তহুরা খাতুন। আর তাতেই ব্যবধান দাঁড়ায় ৬-০।

নেপাল দু-একটি প্রচেষ্টা চালালেও স্বাগতিকদের ডিফেন্স ভেদ করা সম্ভব হয়নি। আগামী মঙ্গলবার ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

গোনিউজ২৪/এএস/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ