ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেইমারের সঙ্গে ঝগড়া নিয়ে উল্টো সুর কাভানির


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৩:৩৩ পিএম আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৯:৩৩ এএম
নেইমারের সঙ্গে ঝগড়া নিয়ে উল্টো সুর কাভানির

গ্রীষ্মের দলবদলে নেইমার-কাইলিয়ান এমবাপেকে দলে ভিড়ায় প্যারিস সেন্ট জার্মেই।  ফলে কাভানি-এমবাপে ও নেইমারের সমন্বয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণভাগই গড়তে সক্ষম হয় পিএসজি।  কিন্তু ক্লাবটির ত্রয়ীর মাঝে সম্প্রতি দেখা দিয়েছে মনোমালিন্য।  সেটা কেবল পেনাল্টি কিক নিয়েই। 

এনিয়ে ফ্রান্সের বিখ্যাত পত্রিকা ‘লেকিপ’-এর খবর, অলিম্পিক লিওঁর বিপক্ষে মাঠে কথার লড়াইয়ে জড়িয়ে পড়ার পরে নেইমারের সঙ্গে ড্রেসিংরুমেও বাদানুবাদের জড়িয়েছিলেন কাভানি।  তবে সেই তথ্যকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন কাভানি।  সাফ জানিয়েছেন, সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের সঙ্গে কোনো ঝামেলা নেই তার।

ঝামেলার শুরুটা সেন্ট এতিয়েনের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে। ১৮ মিনিটে পাওয়া পেনাল্টি নিতে কাভানি এগিয়ে গেলে নেইমারও নিতে চেয়েছিলেন স্পট কিক। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে অল্পতে বুঝাতে পেরেছিলেন কাভানি সে সময়। যদিও পেনাল্টি কিকের ওই রেশটা সম্ভবত থেকেই গিয়েছিল নেইমারের মধ্যে। এক ম্যাচ পর লিওঁর বিপক্ষে দ্বিতীয়ার্ধে পিএসজির পাওয়া ফ্রি-কিকে বল কাড়াকাড়ি পর্যন্ত হয় কাভানি ও দানি আলভেসের মধ্যে। সেটা আরও জটিল হয় পেনাল্টি কিক নিয়ে নেইমারের অসন্তুষ্টি হওয়ার দৃশ্যে।

ব্রাজিলিয়ান তারকা স্পট কিক নিতে চাইলেও কাভানি দেননি তা। ওই ঘটনার পর ম্যাচ শেষে ড্রেসিংরুমে পিএসজির এই দুই তারকা কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন বলে খবর ‘লেকিপ’-এর। যদিও খবরটি অস্বীকার করে কাভানি বলেছেন, ‘এই ঘটনা বানানো হয়েছে। জানি না কেন এই ধরনের গল্প বানানো হচ্ছে। বাস্তবটা হলো, এই ধরনের বিষয় স্বাভাবিক ঘটনা, ফুটবলে এমনটা ঘটেই থাকে।’

নেইমারের সঙ্গে কোনও ঝামেলা না থাকার বিষয়টিও স্পষ্ট করেছেন উরুগুইয়ান তারকা, ‘এইমাত্র আমার ভাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টা জানতে পারলাম যে কাভানি নাকি কাউকে পেনাল্টি নিতে দেয় না। যে কারণে নেইমারের সঙ্গে আমার ঝামেলা হয়েছে। সত্য হলো, নেইমারের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই।’

কাভানি যতই অস্বীকার করুক, লিওঁর বিপক্ষে পেনাল্টি কিক নেওয়া নিয়ে যে দৃশ্য দেখেছে ফুটবল বিশ্ব, তাতে নির্ভার থাকার সুযোগ নেই পিএসজি কিংবা কোচ উনাই এমেরির!
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ