ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নুরুল হাসানকে যে টিপস দিলেন ধোনি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০১৭, ০১:১০ পিএম আপডেট: জুন ২২, ২০১৭, ০৭:১০ এএম
নুরুল হাসানকে যে টিপস দিলেন ধোনি

জীবনে সফল মানুষ হতে হলে কোন না কোন বড় ব্যক্তির সংস্পর্শে যাওয়া লাগে।  বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান তেমনটি একটি সুযোগ কাজে লাগালেন।  চ্যাম্পিয়নস ট্রফিতে ১৫ জনের স্কোয়াডে নুরুল হাসানের নামটা ছিল না। কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন। তাঁকে রাখা হয়েছিল বিকল্প উইকেটকিপার হিসেবে। দলের মূল উইকেটকিপার চোটে পড়লে যাতে দ্রুত বদলি হিসেবে খেলানো যায়, তাঁকে রাখা সে কারণেই।  যেহেতু চোটাঘাতের দুঃসংবাদ ছিল না, নুরুলেরও খেলা হয়নি কোনো ম্যাচ। 

তবে ড্রেসিংরুমে থেকে তিনি সাক্ষী হয়েছেন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে কাব্যিক জয়ের। আবার স্বপ্নযাত্রা কীভাবে থেমে যায়, সেটিও দেখেছেন চোখের সামনে।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের সঙ্গে ছিলেন, ম্যাচ খেলা হয়নি একটিও। পরপর দুটি আইসিসির টুর্নামেন্টে একই অভিজ্ঞতা হলো নুরুলের। তবে এই টুর্নামেন্টকেও তিনি দেখছেন ‘শিক্ষাসফর’ হিসেবে। 

‘ড্রেসিংরুমে থাকলে অনেক কিছু শেখা-জানা যায়। মাশরাফি-সাকিব-মুশফিক-তামিম-রিয়াদ ভাইদের কাছ থেকে শেখার আছে অনেক। দল যখন চাপে থাকে, তখন তাঁরা সেটা কীভাবে সামলান, ভালো খেলেন—এসব শিখেছি। ভবিষ্যতে সুযোগ পেলে চেষ্টা করব এগুলো কাজে লাগাতে’- এমনটি বলেন নুরুল।

মহেন্দ্র সিং ধোনি নুরুলের প্রিয় উইকেটকিপার-ব্যাটসম্যান। ৩০ মে ওভালে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাবেক ভারতীয় অধিনায়কের সঙ্গে মন খুলে কথা বলার সুযোগ পেয়েছেন ২৩ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তা নুরুলকে কী পরামর্শ দিলেন ধোনি?

ধোনির সঙ্গে ব্যাটিং নিয়েই বেশি কথা হয়েছে তাঁর, ‘আমরা সাধারণ ছয়-সাতে ব্যাটিং করি। এই পজিশনে খুব বেশি ওভার পাওয়া যায় না। নেমেই প্রচুর স্ট্রোক খেলতে হয়। আবার যখন বড় রান করার সুযোগ পাই, দেখা যায় দলের ৩০-৪০-৫০ রানে ৪-৫ উইকেট নেই! এই অর্ডারের ব্যাটসম্যানরা সব সময় একটা চাপে থাকে। ধোনির কাছে জানতে চেয়েছিলাম, এই চাপটা তিনি কীভাবে সামলান।’

চাপটা ধোনি ভালোভাবে সামলাতে পারেন বলেই তো তাঁর নামের পাশে বসেছে ‘ফিনিশার’ তকমা। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান কী পরামর্শ দিয়েছেন, সেটি বলছিলেন নুরুল, ‘তিনি বললেন, শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করো। দু-এক বল সময় নিয়ে যদি পরে পুষিয়ে দিতে পারো, নিয়ো। তবে নিজের শক্তির বাইরে না খেলাই ভালো।’ 

শুধু ব্যাটিং নয়, ধোনির কাছ থেকে কিপিং নিয়েও পরামর্শ নিয়েছেন নুরুল, ‘তিনি বলেছেন, কিপিংয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে বলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা আর বলের সঙ্গে ওঠা।’

টুর্নামেন্ট, সমন্বয়, প্রতিপক্ষ, কন্ডিশন—নানা বিবেচনায় থেকেছেন স্কোয়াডের বাইরে। নুরুল এই কঠিন বাস্তবতা মেনে নিচ্ছেন, ‘এখন দল ভালো অবস্থানে আছে। একাদশে সুযোগ পাওয়াটা কঠিন। অনেক সময় এসব ভাবনা কাজ করে। ম্যাচ না খেললে অনুশীলনে ঘাটতি থাকে। লক্ষ্যে স্থির থাকাও কঠিন হয়ে যায়। তবে নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ থাকলে এটা কাটিয়ে ওঠা যায়। আমার চেষ্টা থাকবে সুযোগ পেলে শতভাগ দেওয়ার।’

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ