ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিহত হলেও কর্মী বলে স্বীকার করে না সিলেট ছাত্রলীগ!


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট প্রকাশিত: জুলাই ২১, ২০১৭, ১১:১৯ এএম
নিহত হলেও কর্মী বলে স্বীকার করে না সিলেট ছাত্রলীগ!

দক্ষিণ এশিয়ার প্রাচীন ও সবচেয়ে বৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দেশের প্রতিটি জেলা থেকে শুরু করে ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত রয়েছে সংগঠনটির নেতাকর্মী। তাই, অনেক সময় নেতাকর্মীদের নানা বিতর্কিত কর্মকাণ্ডে খারাপ সংবাদের শিরোনামে উঠে আসে সংগঠনটি।

তবে বিতর্কিত কর্মকাণ্ড ছাড়াও সিলেটে অভ্যন্তরীণ কোন্দল কিংবা আধিপত্য বিস্তার নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের কারণে একাধিকবার আলোচনায় এসেছে সংগঠনটি। কিন্তু, এসব কারণে নিজেদের মধ্যে সংঘর্ষে কিংবা হামলায় কেউ মারা গেলেও এর দায় এড়িয়ে যায় সিলেট ছাত্রলীগ।

সর্বশেষ এমন ঘটনা ঘটেছে গত বুধবার। সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর একটি পক্ষ কলেজ ক্যম্পাসের এক কক্ষে অবস্থান নেয়। ওই কক্ষে অবস্থানকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় খালেদ আহমদ লিটু নামের এক যুবক। লিটু কলেজের ছাত্র না হলেও সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে স্থানীয় একাধিক সূত্র।

কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর তার প্রতি সমবেদনা তো দূরের কথা তাকে ছাত্রলীগ কর্মী বলে অস্বীকার করে সিলেট জেলা ছাত্রলীগ। এক বিবৃতিতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন- লিটু একজন অছাত্র এবং মোবাইল দোকানের সত্ত্বাধিকারী।

তারা উল্লেখ করেন, কারো গুলিতে নয় বরং অবৈধ অস্ত্র নিয়ে কলেজ ক্যাম্পাসে অবাধে প্রবেশ ও অবৈধ অস্ত্রের ম্যাগাজিন লোড করতে গিয়ে অসাবধানতাবশত নিজের গুলিতে নিজেই নিহত হয় লিটু। সে একজন ব্যবসায়ী, কোনোভাবেই সে ছাত্রলীগের কর্মী হতে পারে না।

তবে এ ধরনের ঘটনা সিলেট ছাত্রলীগে নতুন নয়। ২০১৫ সালের আগস্ট মাসে সিলেটের মদন মোহন কলেজ ছাত্রলীগের ‘কর্মী’ আলী হায়দার তালুকদার ওরফে আবদুল আলী নিজ দলের কর্মীদের হাতে খুন হন। ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় এবং তার ফেসবুক ওয়ালে আওয়ামী লীগের নেতাদের সাথে, কোনোটিতে ছাত্রলীগের মিছিলে, কোনোটিতে কেন্দ্রীয় সম্মেলনে যোগ দেয়ার স্মৃতি, কোনোটিতে দলীয় পতাকা হাতে ছবি থাকলেও তাকে ছাত্রলীগ কর্মী হিসেবে অস্বীকার করে সিলেট ছাত্রলীগ।

এছাড়া অভ্যন্তরীণ দ্বন্দ্বে ২০১৬ সালের জানুয়ারি মাসে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে খুন হন কাজী হাবিব নামে এক ছাত্রলীগ কর্মী। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের কার্যক্রম নেই বলে এই কর্মীর মৃত্যুর দায়ও এড়িয়ে যায় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ।

এরও আগে ২০১৪ সালের ২০ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত হন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সুমন দাস। নিজ দলের ক্যাডারদের হাতে নিহত হওয়ায় সুমনকেও এভাবে অস্বীকার করেছিল দলটি।

গো নিউজ/এমবি

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন