ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিসের পর এবার রক্তাক্ত বার্সেলোনা


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ০৮:২৭ এএম
নিসের পর এবার রক্তাক্ত বার্সেলোনা

ঢাকা: গেল বছরে ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে যোগ দিতে আসা মানুষের ভিড়ে ট্রাক উঠিয়ে দেয়া হয়েছিল। অভিনব অথচ নৃশংস ওই হামলায় নিহত হয় ৮৬ জন পথচারী। এ ঘটনায় গোটা বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল। নৃশংস ওই হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ঘাতক ট্রাকচালক আইএস মতাদর্শে প্রভাবিত হয়েই জঘন্য অথচ অভিনব রক্তাক্ত ওই হামলা চালিয়েছিলেন।

নিস শহরের সেই রক্তের দাগ শুকাতে না শুকাতেই ইউরোপের শীর্ষ পর্যটন নগরীগুলোর অন্যতম স্পেনের বার্সেলোনায় মানুষের ভিড়ের ওপর দ্রুতগতির গাড়ি উঠিয়ে দেয়া হলো। তাৎক্ষণিকভাবে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। আর আহত হয়েছে অসংখ্য মানুষ।

এক বছরের মাথায় একই ধরনের হামলা করা হলো পর্যটকদের কাছে আকর্ষণীয় বার্সেলোনার লাস রামব্লাসে। পুলিশ এটাকে সন্ত্রাসী হামলা বলছে। হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটকের কথা জানিয়েছে তারা।

ফ্রান্সের নিস শহরে হামলার পর যেভাবে দায় স্বীকার করেছে আইএস, ঠিক একইভাবে বার্সেলোনায় হামলারও দায় নিয়েছে আইএস। বিবিসি আইএসের কথিত সংবাদ সংস্থা আমাকের বরাত দিয়ে বলেছে, আইএসের সৈনিকরা বার্সেলোনায় হামলা চালিয়েছে।

মোবাইলে ধারণ করা ওই হামলার ঘটনার ভিডিওচিত্রে দেখা গেছে রামব্লাস অ্যাভিনিউয়ে অনেকের দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে। সেগুলো রক্তাক্ত। কয়েকটি দেহ একেবারেই নিথর। প্যারামেডিক ও আশপাশের লোকজন সেখানে ছুটে গিয়ে তখনও যাদের জ্ঞান ছিল, তাদের উদ্ধার ও সেবা করেছেন। হামলার পর লোকজন কাছাকাছি দোকান ও ক্যাফেগুলোতে আশ্রয় নেয়। বন্ধ করে দেয়া হয় স্থানীয় মেট্রো ও ট্রেন স্টেশনগুলো।

হামলার পরপরই তাৎক্ষণিক নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেনবাসীকে সহায়তায় যা যা করা দরকার তা করার অঙ্গীকার করেছেন। বলেছেন, কঠোর ও শক্ত হও, আমরা তোমাদের ভালোবাসি!

বার্সেলোনায় হামলা

একইভাবে হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে। প্রতিশ্রুতি দিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে স্পেনের পাশে থাকবে তার দেশ। হামলার নিন্দা জানিয়ে স্পেনের প্রতি সংহতি জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলও। তারাও সন্ত্রাসীদের মোকাবেলায় স্পেনের পাশে থাকবেন।

বার্সেলোনা স্পেনের অন্যতম প্রধান পর্যটন নগরী। প্রতিবছর এখানে প্রায় এক কোটি ১০ লাখ পর্যটক ভ্রমণ করেন। এখন সেখানে চলছে পর্যটনের ভরা মৌসুম। আর এ সময়টাই বেছে নিয়েছে সন্ত্রাসীরা।

বার্সেলোনার এ হামলার প্রায় একযুগ আগে ২০০৪ সালের মার্চে মাদ্রিদের কমিউটার ট্রেনে সুপরিকল্পিত হামলা চালানো হয়েছি। ইসলামি জঙ্গিদের পুঁতে রাখা বোমায় ওই সময় প্রাণ হারিয়েছিল ১৯১ জন। সেই ভয়াবহ হামলার পর বৃহস্পতিবার (১৭ আগস্ট) দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানির ঘটলো বার্সেলোনায়।

গেল বছরের ১৪ জুলাই ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে যোগ দিতে আসা মানুষের ভিড়ে প্রথম ট্রাক উঠিয়ে দিয়ে ৮৬ জনকে হত্যা করে আইএস মতাদর্শী এক চালক। এক বছরের মাথায় একই স্টাইলে রক্তে ভাসলো বার্সেলোনার রাস্তা।

গোনিউজ/এন

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও