ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নির্যাতনের শিকার সেই বৃদ্ধা মাকে বাড়ি উপহার


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৮:৪১ পিএম
নির্যাতনের শিকার সেই বৃদ্ধা মাকে বাড়ি উপহার

ঠাকুরগাঁও: হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের সেই নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়ি উপহার দিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এর আগে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন ডিসি।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী অফিসার আরিফ বেগ। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আব্দুল আওয়াল স্যারের নির্দেশে ছেলের হাতে নির্যাতনের শিকার বৃদ্ধা মায়ের জন্য একটি টিনের ঘর তৈরি করে দিয়েছেন। এছাড়াও একটি নলকূপ ও স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। 

তিনি আরো জানান, বৃদ্ধা মা হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলে নতুন বাড়িতে উঠবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট দুপুরে ছেলের বউমার কাছে ভাত চেয়েছিলেন শতবর্ষী তসলিমা খাতুন। এ কথার জের ধরে ছেলে দবির উদ্দিন তাকে মারধর করে। এ সময় ছেলের লাটির আঘাতে তসলিমার বাম চোখ থেঁতলে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন ডিসি আব্দুল আওয়াল। এবার তিনি ওই বৃদ্ধা মাকে একটি বাড়ি উপহার দিয়েছেন। 

এ ব্যাপারে জানতে চাইলে হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া এলাকায় স্থানীয় সমাজকর্মী আনোয়ার হোসেন জানান, ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে একটি বাড়ি তৈরি করে ‘বড় ছেলের’দায়িত্ব পালন করলেন আমাদের ডিসি স্যার। এছাড়া তিনি বদির উদ্দিনের মাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। 

তিনি আরো জানান, বদির উদ্দিনের মা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। 

এদিকে, স্থানীয় সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবির সাংবাদিকদের জানিয়েছেন, বৃদ্ধা মা তাসলেমা খাতুন এখনো ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরবেন।

হাসপাতালে চিকিৎসাধীন শতবর্ষী বৃদ্ধা তসলিমা খাতুনকে নতুন বাড়ি তৈরির খবর জানানো হয়েছে। এ সময় তিনি বলেন, হামার ডিসি মোর বড় ছুয়া (আমার বড় ছেলে)। হাসপাতালত মোর প্রতিদিন খবর নিছে। এলা নতুন বাড়ি তৈরি করে দিছে (এখন নতুন বাড়ি তৈরি করে দিয়েছে)। বাড়ি গেলে নতুন বাড়িত থাকিম আর বড় ছেলের তানে দোয়া করিম (বাসায় গিয়ে বাসায় ডিসির জন্য দোয়া করব)।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, গভীর রাতে ওই বৃদ্ধা মাকে মারধরের বিষয়টি জানতে পেরে খুবই ব্যাথিত হয়েছি। তাই পরদিন সকালে বৃদ্ধা মাকে উদ্ধার করি। পরে স্থানীয় হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি। যেহেতু বৃদ্ধা মায়ের থাকার ঘর নিয়ে সমস্যা রয়েছে, তাই মায়ের জন্য সন্তান হিসেবে একটি টিনের ঘর নির্মাণ করে দিয়েছি। জীবেনের শেষ পর্যন্ত যাতে ওই বাড়িতে থাকতে পারে সে জন্য বাড়ি নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি। 

প্রসঙ্গত, ১৫ আগস্ট মাকে নির্যাতনের অভিযোগে ছেলে দবির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতে উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃদ্ধা মা তার সন্তানের প্রতি কোনো অভিযোগ নেই জানালে এবং ছেলেকে দেখার আকুতি করলে আদালত নির্যাতনকারী বড় ছেলে দবির উদ্দিনের জামিন মঞ্জুর করেন।

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা