ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নির্বাচকের ‘উল্টা-পাল্টা’ কথার একহাত নিলেন নাফিস


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক  প্রকাশিত: জুন ২৪, ২০১৭, ০৩:২৬ পিএম আপডেট: জুন ২৪, ২০১৭, ০৯:২৬ এএম
নির্বাচকের ‘উল্টা-পাল্টা’ কথার একহাত নিলেন নাফিস

ঢাকা প্রিমিয়ার লিগে ১৫ ইনিংসে ৪৩ গড়ে ৬০০ রান করেছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস। যাতে পাঁচটি ফিফটি ও একটি সেঞ্চুরি ছিল। সেরা রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান ছিল পাঁচ-এ।

তবুও অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের লক্ষ্যে গড়া জাতীয় দলের ২৯ জনের প্রাথমিক স্কোয়াডেই জায়গা হয়নি নাফিসের। সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে থাকা লিটন দাসকে যৌক্তিক সুযোগ দিলেন নাফিসের চেয়ে এক ধাপ পিছিয়ে থাকা আনামুল হক বিজয় ঠিকই সুযোগ পেয়েছেন। 

নির্বাচন কমিটির প্রধান মিনহাজুল আবেদিন অবশ্য যুক্তি দেখিয়েছেন, ‘টাইগারদের টপ অর্ডারে নাফিসের জায়গা নেই। তা ছাড়া প্রিমিয়ার লিগে নিজের ব্যাটিং পজিশনেও সে নামেনি। ব্যাটিং করেছে ৪ ও ৫ নম্বরে।’ 

কিন্তু অসল তথ্য, পুরো আসরে তিন নাম্বার পজিশনে ব্যাট করে এসেছেন। তার উপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌম্য ও সাব্বিরদের ভরাডুবির পর জাতীয় দলের টপ অর্ডারে জায়গা নেই। এমন মন্তব্য কতটুকু যুক্তিযুক্ত কে জানে।  অবশ্য প্রধান নির্বাচকদের ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন খোদ নাফিস।

নান্নু ভাইয়ের ভুল শোধরানোর জন্য বলছি, আমি প্রাইম দোলেশ্বরের হয়ে একটি বাদে সবগুলো ম্যাচে খেলেছি তিন নম্বরে। ব্যতিক্রম ম্যাচটি সুপার লিগে মোহামেডানের বিপক্ষে; সেখানে ওপেনিংয়ে নেমে ৭০ রান করেছি। তাহলে?’

শুধু ঢাকা প্রিমিয়ার লীগে নয়। ঘরোয়া ক্রিকেটের চারটি টুর্নামেন্টেই নাফিসের ব্যাট রান বন্যা বইয়ে দিয়েছে। তবুও সত্যিকারের উপরের সারির ব্যাটসম্যানদের খোঁজ করতে হচ্ছে নির্বাচকদের। নির্বাচকদের রাডারের বাইরে থাকা নাফিস নিজের পারফর্মেন্সের বিচার হয়তো দর্শকদেরই করতে বলছেন। ঘরোয়া ক্রিকেটের সর্বশেষ চার প্রতিযোগিতার মধ্যে দুটিতে আমি সেরা পাঁচে; দুটিতে সেরা দশে। বিপিএলে পরে পিছিয়ে গেলেও দল টুর্নামেন্টে টিকে থাকা পর্যন্ত তো সেখানে ছিলাম।
এই এনসিএল, বিপিএল, বিসিএল, ডিপিএল মিলিয়ে আমার রান প্রায় ১৮০০। এত রান আর কারো রয়েছে কিনা, জানি না। তার পরও যদি জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পেও ডাক না পাই, একটু খারাপ তো লাগেই।‘ক্রিকেট খেলা আমার ভালোবাসার জায়গা। আমার রুটি-রুজি। এখানে যে পর্যায়েই খেলি না কেন, ভালো করতে চাই। ঘরোয়া ক্রিকেটে চাই আধিপত্য বিস্তার করে খেলতে। তাতে জাতীয় দলে ফিরতে পারলে ভালো; তবে শুধু সেটি মাথায় রেখে আমি ক্রিকেট খেলছি না।’ 
গো নিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ