ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্দিষ্ট কক্ষপথে ৮৩টি উপগ্রহ যাবে এক রকেটেই


গো নিউজ২৪ প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৬, ১০:০২ পিএম
নির্দিষ্ট কক্ষপথে ৮৩টি উপগ্রহ যাবে এক রকেটেই

এবার আরও একটি নজির গড়ার পথে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ISRO। একটি নির্দিষ্ট কক্ষপথে একসঙ্গে ৮৩টি উপগ্রহ পাঠানোর তোড়জোড় চলছে। একটি রকেটে করেই সবক`টি উপগ্রহ পাঠানো হবে। এই স্যাটেলাইটগুলোর মধ্যে মাত্র দুটি ভারতের, বাকি ৮১টি বিদেশি।

ইসরোর বাণিজ্যিক দিকটি যারা দেখে সেই অ্যান্ট্রিক্স কর্পোরেশনের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শশীভূষণ জানিয়েছেন, ২০১৭-র শুরুতেই তারা এই ৮৩টি উপগ্রহকে কক্ষপথে স্থাপন করবে। ইতিমধ্যেই ৫০০ কোটি টাকায় অর্ডার বুক হয়ে গিয়েছে। বাকি টাকার জন্য আলোচনা চলছে।

রাকেশ শশীভূষণ জানান, ২০১৭ সালের প্রথমার্ধেই এই উপগ্রহগুলো পাঠানোর পরিকল্পনা রয়েছে। একটি রকেটই সবক`টি উপগ্রহ বহন করবে। আলাদা আলাদা নয়, সবক`টি উপগ্রহ একটি কক্ষপথেই স্থাপন করা হবে।

কাজটা যে খুব সহজ হবে না, স্বীকার করছেন অ্যান্ট্রিক্স কর্পোরেশনের চেয়ারম্যান। তাঁর কথায়, একে একে ৮৩টি উপগ্রহ নিক্ষেপ হওয়া পর্যন্ত রকেটটিকে ওই কক্ষপথে ধরে রাখতে হবে। এটা চ্যালেঞ্জিং। এ জন্য ইসরো ব্যবহার করবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এক্সএল বা PSLV-XL। রকেটটিকে মোট ১,৬০০ কেজি ওজন বহন করতে হবে।

অতীতেও একসঙ্গে অনেকগুলো স্যাটেলাইট পাঠানোর অভিজ্ঞতা ভারতীয় গবেষণা সংস্থার রয়েছে। তবে, কাদের স্যাটেলাইট পাঠানো হবে, সে বিষয়ে তিনি কিছু জানাতে চাননি।

গো নিউজ২৪/এএফ 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর
বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

বিল বাকি থাকায় ধীর করে দেওয়া হলো সারা দেশের ইন্টারনেটের গতি

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডার ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

অবশেষে মোবাইল ইন্টারনেটের দাম কমালো টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

‘মোবাইল ইন্টারনেটের দাম কমানো, আইওয়াশ ছাড়া কিছুই নয়’

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক, জিপি-রবি-বাংলালিংকের খবর নাই

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক

চলতি সপ্তাহেই মোবাইল ইন্টারনেটের দাম কমাবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক