ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিকুঞ্জে ইসলামী ব্যাংকের ৩২৮ তম শাখা উদ্বোধন


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৭, ০৯:৫০ এএম
নিকুঞ্জে ইসলামী ব্যাংকের ৩২৮ তম শাখা উদ্বোধন

ঢাকা: বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩২৮তম শাখা ঢাকার নিকুঞ্জে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, ডাইরেক্টর প্রফেসর ড. মো. সিরাজুল করিম ও মো. জয়নাল আবেদীন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মওলা, আবু রেজা মো. ইয়াহিয়া ও জেকিউএম হাবিবুল্লাহ্ এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম, ঢাকা উত্তরজোনপ্রধান মো. আমিনুর রহমানসহ ব্যাংকের উর্ধতন নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন ঢালি কনস্ট্রাকশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. রফিক উদ্দিন, ট্রাস্ট ফ্যামিলি নীডস্ এর চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী শফিকুল আলম, বিশিষ্ট সমাজসেবক মি. অগাস্টিন হালদার, নিকুঞ্জ ফার্মার স্বত্তাধিকারী বীর মুক্তিযোদ্ধা এবিএম জামাল উদ্দিন, নারী উদ্যোক্তা মনোয়ারা বেগম ও শিপ্রা দত্ত।

আরাস্তু খান তার ভাষণে বলেন, ইসলামী ব্যাংক সকল বিবেচনায় দেশের সবচেয়ে বড় ব্যাংক। শরীয়াহ্ নীতি পরিপালনই এ ব্যাংকের অন্তর্নিহিত শক্তি। তিনি বলেন জনগণের আস্থা ও ভালোবাসায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ইসলামী ব্যাংক ব্যাপক নেটওয়ার্কিং এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। কর্মকর্তাগণের সততা, কর্মদক্ষতা, ন্যায়নীতি ও সুষ্ঠু কর্মপরিচালনায় ব্যাংকটি আজকের এ পর্যায়ে এসেছে।

মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার আবদুল মতিন বলেন, ইসলামী ব্যাংক কোন বিশেষ ধর্ম, বর্ণ, গোষ্ঠীর ব্যাংক নয়, এ ব্যাংক সাধারণ জনগণের ব্যাংক। ব্যাংকের কার্যক্রমের প্রতিটি পর্যায়ে শরীয়াহ বোর্ড তীক্ষ্ম দৃষ্টি রাখে বলেও জানান তিনি। ইসলামী ব্যাংক দেশের এক তৃতীয়াংশ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক। রেমিট্যান্স আহরণসহ এ ব্যাংকের সকল সেবা গ্রহণ করতে তিনি সর্বসাধারণের প্রতি আহবান জানান।

মো. আব্দুল হামিদ মিঞা সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও সমতায়নে কাজ করছে। নিকুঞ্জ এলাকায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে ব্যাংকের উন্নত সেবা প্রদান করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

গোনিউজ২৪/কেএইচ

অর্থনীতি বিভাগের আরো খবর
৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা