ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিঃশর্ত ক্ষমা চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এসপি


গো নিউজ২৪ প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৬, ০১:০৮ পিএম
নিঃশর্ত ক্ষমা চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এসপি

আইন ও সংবিধান লঙ্গন করার দায়ে আদালতে তলবপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ‘ডাকাত হাতেনাতে পেলে পিষে মেরে ফেলুন’-এ ধরনের বক্তব্য দেয়ার কারণে আদালতে ক্ষমা চেয়েছেন তিনি। 

রোববার দুপুরে তার বক্তব্যের জন্য আদালতে নিঃশর্ত ক্ষমা চান এসপি মোজাহিদুল। হাইকার্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ শুনানির জন্য দিন ধার্য ছিল। মোজাহিদুল ইসলামের আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ‘এসপি মোজাহিদুল ইসলাম তার বক্তব্যের জন্য অনুতপ্ত। তিনি এ বিষয়ে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন।’

পরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসপিকে সতর্ক করে দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দেন।

গত ২৭ নভেম্বর সংবিধান ও আইনবহির্ভূত উসকানিমূলক বক্তব্যের ব্যাখ্যা দিতে মুজাহিদুল ইসলামকে তলব করেন হাইকোর্ট। একইসঙ্গে সংবিধান ও আইনবহির্ভূতভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে ও সংশ্লিষ্ট এলাকার জনগণকে আইন হাতে তুলে নিতে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

উলেখ্য, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল চত্বরে চক্ষুশিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এসপি টি এম মোজাহিদুল ইসলাম জনগণের উদ্দেশে বলেন, ‘ডাকাত যদি হাতেনাতে পান, তো জলজ্যান্ত ওটাকে পিষে মেরে ফেলুন। একটা মার্ডার কেস নেব, এটা সত্য কথা এবং এক মাসের মধ্যে ফাইনাল রিপোর্ট দিয়ে চলে আসব। গ্যারান্টি আমার। আমি যদি গ্যারান্টার হই, তবে আপনাদের কোনো ভয় আছে? যদি ডাকাত হাতেনাতে ধরতে পারেন, এলাকার লোকজনকে মাইকে ডেকে এনে ওকে পিষে মেরে ফেলেন।’

তার এই বক্তব্য গত ২৬ নভেম্বর ‘ডাকাত হাতেনাতে পেলে পিষে মেরে ফেলুন’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন আকারে প্রকাশিত হয়।

গো-নিউজ২৪/বিএস

 

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড