ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘নায়ক রাজের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র এতিম হয়ে গেলো’


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০৩:৫৪ পিএম আপডেট: আগস্ট ২৩, ২০১৭, ০৯:৫৪ এএম
‘নায়ক রাজের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র এতিম হয়ে গেলো’

ঢাকা: বাংলা চলচ্চিত্রের অঘোষিত রাজা ছিলেন নায়ক রাজ রাজ্জাক। ষাটের শেষের দিকে যখন বাংলায় হিন্দি ও উর্দু সিনেমার প্রভাব, তখন তিনিই বাংলার দর্শককে দেশি ভাষার সিনেমায় ফিরিয়ে আনতে প্রধান ভূমিকা রাখেন। সেই থেকেই ঢাকাই চলচ্চিত্রে রাজ করা শুরু তার। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলা চলচ্চিত্রে রাজ করেই গেছেন। তাই তার মৃত্যুতে শোকগ্রস্ত পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। এখনো শোক কাটিয়ে উঠতে পারছেন না তার দীর্ঘদিনের সতীর্থরা। 

নায়ক রাজের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র এই মুহূর্তে এতিম হয়ে গেছে বলে মনে করছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও খল অভিনেতা মিশা সওদাগর। নায়ক রাজ রাজ্জাকের মৃত্যু শোক সইতে পারছেন না জানিয়ে মিশা বলন, বাংলা চলচ্চিত্রের পিতা ছিলেন নায়ক রাজ রাজ্জাক। বাংলাদেশ চলচ্চিত্রের পিতার ইন্তেকাল হয়ে গেলো। তার মৃত্যুতে আমাদের চলচ্চিত্র এতিম হয়ে গেলো। আমি আমার জীবনে কখনো হতাশার কথা বলি নাই, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কখনো হতাশার কথা বলি নাই। কিন্তু আজকে আমার উপলব্ধি হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রির স্থায়ী ক্ষতি হয়ে গেলো। এবং এই স্থায়ী ক্ষতির কোনো সমাধান হবে না। 

শারীরিক অসুস্থতার কারণে কয়েক বছর থেকে অভিনয় থেকে দূরে ছিলেন রাজ্জাক। তবে অভিনয় না করলেও তার নামের ভারটাই যে চলচ্চিত্রের জনন্য বিরাট আশির্বাদের ছিলো সেদিকে ইঙ্গিত দিয়ে মিশা আরো বলেন, নায়ক রাজ রাজ্জাক সাহেব তিনি অভিনয় করেন কি না করেন, অভিনয় আগে করেন বা পরে করেন। কিন্তু নায়ক রাজ রাজ্জাকের নামের যে ভার সেটা ওউন করতো আমাদের চলচ্চিত্র ইন্ডিাস্ট্রি। এই ভার বহন করার মতো এখনতো আর কেউ আসবে না। আসার প্রশ্নই আসে না। এইজন্যই আজকে বলতে চাচ্ছি, এই মুহূর্ত থেকে আমাদের চলচ্চিত্রের ভিষণ ক্ষতি হয়ে গেলো। আমাদের চলচ্চিত্র এতিম হয়ে গেলো। 

সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান চিত্রনায়ক রাজ রাজ্জাক। এরপর মঙ্গলবার সারাদিন এফডিসি ও শহীদ মিনারে এই কিংবদন্তির মরদেহ রাখা হয়। যেখানে দিনভর শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এরপর নিয়ে যাওয়া হয় গুলশানের নিজ বাড়ি লক্ষ্মী কুঞ্জে। বাদ আসর আমান মসজিদে জানাজা শেষ হওয়ার পর বনানী গোরস্থানে দাফনের কথা থাকলেও মেজো ছেলে বাপ্পি দেশের বাইরে থাকায় বুধবার সকাল সাড়ে দশটায় বনানীতেই দাফন সম্পন্ন হয় নায়ক রাজের।

গো নিউজ/এমটিএল

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী