ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাসিক নির্বাচন: আইভীর ২১ স্বপ্ন


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৬, ০৮:৪১ পিএম
নাসিক নির্বাচন: আইভীর ২১ স্বপ্ন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নগর উন্নয়নে ২১টি পরিকল্পনা রয়েছে। বিগত দিনে যে ধরনের উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা ধরে রাখতে জনগণের প্রতি তিনি আস্থা রেখেছেন।
 
জনগণের রায়ে নির্বাচিত হলে নগর উন্নয়নের ক্ষেত্রে সব কিছু তার পরিকল্পনা মোতাবেক করতে চান। নগরবাসীর উন্নয়নে ২১টি পরিকল্পনা রয়েছে তার। এর মধ্যে ১৬টি স্বল্পমেয়াদি ও ৫টি দীর্ঘমেয়াদি। 

আইভীর ছাপানো ছয় পাতার বুকলেটে দেখা যায়, ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পনায় ১৬টি উদ্যোগের মধ্যে রয়েছে-

১. চলমান উন্নয়ন কর্মসূচি দ্রুত বাস্তবায়ন।

২. সবুজ ও পরিকল্পিত নগর গড়ে তোলার জন্য মাস্টারপ্ল্যান মোতাবেক সড়ক উন্নয়ন, সমন্বিত ড্রেনেজ সিস্টেম, পয়নিষ্কাশন, জলধারা সংরক্ষণ সংস্কারের ব্যবস্থা গ্রহণ। 

৩. বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে কার্বনমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা।

 ৪. স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক, নগর হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।

৫. সুপেয় পানি পানের জন্য পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন।

৬. সিটি কর্পোরেশনের সব স্তরে সুশাসন সুনিশ্চিত করা। 

৭. তথ্যপ্রযুক্তি সেবার মাধ্যমে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা ও নাসিকের নাগরিক সুবিধা সুনিশ্চিত করার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি উন্নয়ন সাধনের মাধ্যমে সব কাজ অটোমেশন করা এবং তিনটি অঞ্চলে ওয়ান স্টপ সার্ভিস চালু করা।

৮. দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ কর্মসূচির পরিধি সম্প্রসারণ। 

৯. নাসিকের হতদরিদ্র পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বল্প ব্যয়ে আবাসন ব্যবস্থা চালু। 

১০. নতুন বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল নির্মাণসহ সিটি সার্ভিস চালুর উদ্যোগ নেয়া।

১১. এনসিসির আয় বৃদ্ধির জন্য নিজস্ব ভূমিতে মার্কেট ও ফ্ল্যাট নির্মাণ এবং কাঁচাবাজারসমূহের উন্নয়ন।

১২. কবরস্থান ও শ্মশানের উন্নয়ন। 

১৩. হেরিটেজ পার্কসহ বিনোদনের জন্য শিশু পার্ক নির্মাণ।

১৪. ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণের উদ্যোগ নেয়া।

১৫. নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া।

১৬. শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত রাখার জন্য কার্যক্রম গ্রহণ। 

পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাঁচটি উদ্যোগের মধ্যে রয়েছে-

১. স্যুয়ারেজ সিস্টেম স্থাপনকরণ এবং ড্রেনেজ সিস্টেমের অধিক উন্নতিকরণ।

২. শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে ঢাকা-চট্টগ্রম ও ঢাকা-মুন্সিগঞ্জ মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপনকারী সার্কুলার রোড নির্মাণ।

৩. সুপেয় পানি পানের জন্য পানি শোধনাগার নির্মাণ। 

৪. নারায়ণগঞ্জকে মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত করে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন সাধনপূর্বক যানজটমুক্ত নগরী গড়তে সহায়তা।

৫. নগরীর শিক্ষার উন্নয়নে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ। 

 

গো নিউজ২৪/জা আ 

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন