ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নামই বাংলাদেশ টাইগার্স, খেলছেন শুধু ২ টাইগার বাকিরা ভারতের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০১৭, ০১:১৮ পিএম আপডেট: জুন ২২, ২০১৭, ০৭:১৯ এএম
নামই বাংলাদেশ টাইগার্স, খেলছেন শুধু ২ টাইগার বাকিরা ভারতের

নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলছে ‘এশিয়ান প্রিমিয়ার লিগ’ নামে এক টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।  আর সেখানে খেলছে ‘বাংলাদেশ টাইগার্স’ নামে একটি দল।  অথচ এ দল সম্পর্কে কিছুই জানেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এমনকি দলের অধিনায়ক হিসেবে বেশ ঢাক ঢোল পিটিয়ে প্রচার করা হচ্ছে পেসার আল-আমিন হোসেনের নাম।  অথচ তিনি সেখানে খেলাতো দূরের কথা বর্তমানে ঈদ উদযাপন করতে অবস্থান করছেন নিজ গ্রামের বাড়ি ঝিনাইদহে।  এ খবর শুনে তো রীতিমত অবাক আল আমিন।

ছয় দলের এ টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে জেনে অবাক হয়েছেন সবাই।  বিসিবির অনেকেই জানেনই না এ নামে কোন টুর্নামেন্ট হচ্ছে।  সেখানে আবার বাংলাদেশও খেলছে।  বিস্মিত কণ্ঠে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন ‘এ সম্পর্কে আমরা কিছুই জানি না।  আমার মনে হয় না অনুমতি আছে।  আমি দেশের বাইরে ছিলাম তাই অনুমুতি নিয়েছে কিনা তা সঠিক বলতে পারছি না।  অনুমতি না নিলে বিষয়টা অবশ্যই অনৈতিক হয়েছে।  এ বিষয়ে আমরা খোঁজখবর নিবো। ’

প্রায় একই কথা জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার সাব্বির খান।  এ ধরনের কোনো টুর্নামেন্টে খেলার জন্য বিসিবি কোনো ছাড়পত্র দেয়নি এমনকি নিতেও কেউ আসেনি বলে দাবি করেন তিনি ‘এ টুর্নামেন্টের জন্য বিসিবির কাছ থেকে কেউ ছাড়পত্র নেয়নি।  ছাড়পত্রের জন্য আবেদনও করেনি।  এসব টুর্নামেন্টে খেলতে হলে বিসিবির অনুমতি নিতে হয়। ’

আল-আমিন হোসেন এ টুর্নামেন্টের কথা শুনে যেন আকাশ থেকে পড়েছেন, ‘আমিতো ঝিনাইদহে।  নেপালে কিভাবে খেলবো।  এমনকি ওই টুর্নামেন্টের বিষয়ে আমি কিছুই জানি না।  এটা জানা দরকার।  এভাবে করা উচিত না। ’

আসলে ওই টুর্নামেন্টে আল-আমিন হোসেন সাজ্জাদ নামে এক বাংলাদেশি খেলছেন।  তাকেই আল-আমিন হোসেন নামে প্রচার করা হয়েছে।  ১৯ সদস্যের দলটিতে মাত্র ২ জন বাংলাদেশি রয়েছেন। ১৬ জন ক্রিকেটারই ভারতের।  হংকং থেকে আছেন ১ জন।  বাংলাদেশের অপর ক্রিকেটার হলেন আনোয়ার হোসেন রাজু। 

উল্লেখ্য, ভারতীয় ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান আলটিমেট স্পোর্টস ম্যানেজমেন্ট আয়োজন করেছে এই টুর্নামেন্টটি।  আর টুর্নামেন্টের ভেন্যু কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।  তবে শুরুতে এটা আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।  টুর্নামেন্টটি সম্প্রচার করছে ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল ‘সনি সিক্স’।  টুর্নামেন্টের বাকি দলগুলো হচ্ছে; নেপাল স্টর্মস, ইন্ডিয়ান স্টার্স, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান বুলস ও দুবাই ওয়ারিয়র্স। 

গো নিউজ২৪

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ