ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে ৬ দিন থেকে মাদ্রাসার ছাত্র নিখোঁজ


গো নিউজ২৪ | নাটোর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০৮:১১ পিএম
নাটোরে ৬ দিন থেকে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ায় ৬দিন থেকে ক্বওমী মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে নাটোর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজ নয়ন (১২) দিঘাপতিয়া ইউনিয়নের ফুলতলা বাদ্যকরপাড়ার আওয়াল ও জলির ছেলে এবং দিঘাপতিয়া ফজলুল উলুম ক্বওমী মাদ্রাসার ছাত্র।

তবে পরিবারের দাবী, ২ বন্ধুর ষড়যন্ত্রে ওই ছাত্র নিখোঁজ। নয়নের বাবা আওয়াল ও মা জলি জানান, গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে নয়ন তার দুই বন্ধু স্থানীয় শুভাসের ছেলে সঞ্জয় এবং দেলোয়ারের নাতী সিয়ামের সাথে সাইকেলে বেড়াতে বের হয়। বেড়ানো শেষে সঞ্জয় ও সিয়াম ফিরে এলেও নয়ন ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজ করেও নয়নের কোন সন্ধান করতে না পেরে তারা ২১ নভেম্বর এ বিষয়ে নাটোর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

আওয়াল ও জলি অভিযোগ করেন, ডায়েরী করার পর তারা সঞ্জয় ও সিয়ামকে জিজ্ঞেস করলে তারা জানায়, ৩ জনে সাইকেলে বেড়াতে বেড়াতে নাটোর রেল স্টেশনে গিয়েছিল। সেখানে নয়নকে রেখে তারা চলে এসেছে।  

জলি আরো দাবী করেন, এ বিষয়ে স্থানীয় জামাল হোসেনের স্ত্রী হুসনেয়ারা তাকে বলেছেন, তার সাথে সঞ্জয়ের মা ময়না কথা প্রসঙ্গে বলেছে, নয়ন যেখানেই আছে ভাল আছে। এ নিয়ে ওরা যেন কোন মামলা-মোকদ্দমা না করে।

এ ব্যাপারে স্থানীয় ইউনয়ন পরিষদ সদস্য ইউনুস আলী জানান, বৃহস্পতিবার সকালে সঞ্জয় ও তার মা তার কাছে বলেছে, সঞ্জয়, সিয়াম আর নয়ন একই সাথে ওই দিন নাটোর আধুনিক স্টেডিয়ামে ফুটবল খেলা দেখে। খেলা শেষে তারা নাটোর রেল স্টেশনে বেড়াতে যায়। সেখানে নয়ন তাদের বলে যে, সে বাড়িতে ফিরে যাবে না।  তারা যেন বাড়িতে না বলে।  

আওয়াল ও জলি দাবী করেন, নয়নের সন্ধানে তারা বিভিন্ন জায়গায় গেলেও নিখোঁজের ৬ দিনেও কোন সন্ধান করতে পারেননি।  তবে সঞ্জয় ও সিয়াম নিশ্চয়ই ষড়যন্ত্র করে নয়নকে কোথাও বা কারো কাছে রেখেছে দাবী করেন তারা। সঞ্জয় আর সিয়াম নিশ্চয়ই নয়নের খোঁজ জানে দাবী করে তারা এ ব্যাপারে প্রশাসন ও সরকারের সহায়তা কামনা করেন।  

বিষয়টি সম্পর্কে যোগাযোগ করা হলে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সাধারণ ডায়েরীর সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজের ব্যপারে প্রয়োজনীয় সকল স্থানে মেসেজ পাঠানো হয়েছে। মাদ্রাসা ছাত্রটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

গোনিউজ২৪/কেআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা