ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাটোরে ১ লাখ মানুষ পানিবন্দী, ব্যাপক ক্ষতি


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০১:৫২ পিএম আপডেট: আগস্ট ২২, ২০১৭, ০৭:৫২ এএম
নাটোরে ১ লাখ মানুষ পানিবন্দী, ব্যাপক ক্ষতি

নাটোর: সিংড়া উপজেলার আত্রাই নদীর পানি বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  এতে প্রায় ১ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।

এছাড়া উপজেলার তাজপুর ইউনিয়নের ১০টি ও শেরকোল ইউনিয়নের ৫টি গ্রামসহ মোট ১৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। বন্যার্তদের জন্য পৌরসভায় কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে বন্যার পানিতে ইতোমধ্যে ৫ হাজার হেক্টরসহ মোট ৭ হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার প্রায় ৭০টি স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত পাঁচ দিনে বন্যার পানিতে ভেসে গেছে ৮ শতাধিক পুকুরের মাছ। বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে এ সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত স্থানীয় মৎস্য বিভাগ ১১ কোটি টাকার ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে। 

বন্যার পানিতে বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে পল্লী বিদ্যুৎ সাব স্টেশনটি। কারণ যেকোনো মূহূর্তে বন্ধ হয়ে যেতে পারে এখানকার বিদ্যৎ সরবরাহ।

সিংড়া-টু-বলিয়াবাড়ির ৩ কিলোমিটার মূল পাকা সড়ক ডুবে (মাঝ খানে) যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ওই এলাকার ১৫ গ্রামের প্রায় ৫০ হাজার লোকের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন এবং নাটোর সড়ক ও জনপদ বিভাগ স্থানীয় জনগণের সাহায়তায় শতাধিক স্থানে বালির বস্তার বাঁধ দিয়ে রাস্তা এবং ঘরবাড়ি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে বন্যার্ত এলাকা পরিদর্শন করেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অতিরিক্ত জেলা প্রশাসক চিত্রলেখা নাজনিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও মো. নাজমুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। 

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে সরকারি বরাদ্দকৃত ৫ লাখ টাকা এবং ৭০ মেট্রিক টন চাল বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দ চেয়ে পাঠানো হয়েছে। 

গো নিউজ২৪/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা