ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নদী উত্তাল, চাঁদপুরে নৌপথে ঝুঁকিপূর্ণ চলাচল


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ১১:৩২ এএম
নদী উত্তাল, চাঁদপুরে নৌপথে ঝুঁকিপূর্ণ চলাচল

চাঁদপুর: উত্তরাঞ্চলের ধেয়ে আসা প্রবল বর্ষণের পানিতে চাঁদপুরে স্রোতস্বিনী মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থল বড় স্টেশন নৌ এলাকা ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ এলাকা দিয়ে প্রতিদিনই ছোট বড় যাত্রী ও মালবাহী নৌযান চলাচল করছে, চলছে ডিঙ্গি নৌকাও। এসব নৌযানগুলো ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করছে।

বর্ষা মৌসুমে প্রতিবছরের মতো এবারও চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি শুরু হয়েছে। ক্রমান্বয়ে পানি বৃদ্ধির কারণে চাঁদপুরের খাল-বিল ও পুকুরগুলো পানিতে ভরে গেছে। প্রবল স্রোতে চাঁদপুর নদীপথ দিয়ে চলাচল করা ফিটনেসহীন যাত্রী ও মালবাহী নৌযানগুলো যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে। 

চাঁদপুরের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান খ্যাত পুরাণবাজার থেকে প্রতিদিনই শতাধিক যাত্রীবাহী ইঞ্জিনচালিত ট্রলারে মাল ও যাত্রী নিয়ে আসা-যাওয়া করছে জেলার তিনটি উপজেলাসহ শরীয়তপুরের হাজার হাজার নারী, পুরুষ ও শিশু। চাঁদপুর সদর, মতলব উত্তর ও হাইমচর উপজেলার পশ্চিমে রয়েছে মেঘনা ও পদ্মা নদী। আর এ দুটি নদীর বিভিন্ন স্থানে বিশেষ করে মেঘনার পশ্চিম পাড়ের ৩০ থেকে ৪০টি ছোট-বড় চরে দেড় থেকে ২ লাখ লোকের বসবাস। এসব চরাঞ্চলের শতকরা ৯০ ভাগ লোক মৎস্যজীবী ও কৃষক। তাদের চিকিৎসাসহ দৈনন্দিন কাজে আসতে হয় চাঁদপুরে। তাদের এসব ফিটনেসহীন ইঞ্জিনচালিত ট্রলারে আসা-যাওয়া করতে হয়।

বর্ষায় এ পথে যারা এসব ইঞ্জিনচালিত ট্রলার চালাচ্ছে অর্থাৎ মাঝি-মাল্লাদের নেই কোনো প্রশিক্ষণ। একই সাথে জানা নেই প্রতিরোধের কোনো ব্যবস্থা। এসব মাঝিরা নদীর মোহনার উপর দিয়ে যাত্রী নিয়ে নৌকা পাড়ি জমাচ্ছে। 

এছাড়া চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌরূটে ফিটনেসবিহীন যাত্রীবাহী নৌযান চলাচল করছে। এসব নৌযানগুলোতে প্রতিদিন হাজার হাজার যাত্রী চাঁদপুর থেকে আমিরাবাদ, এখলাসপুর, ষাটনল, মোহনপুর, গজারিয়াসহ কয়েকটি অঞ্চলে আসা-যাওয়া করে। 

বিশেষ করে শরীয়তপুরের হাজার হাজার ব্যবসায়ী প্রতিদিন পুরাণবাজারে মালামাল ক্রয়-বিক্রয় করতে আসে। এরা ঝুঁকি নিয়ে শরীয়তপুরের সখিপুর, তারাবুনিয়া, কাচিকাটা, দুলারচর, মাইজারা, ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট, আলুবাজারসহ বিভিন্ন স্থান থেকে বাণিজ্যিক কাজে আসে। কিন্তু এসব ব্যবসায়ীদের নদী পথে চলাচলের কোনো নিরাপত্তা নেই।

নদীতে ফিটনেসহীন নৌযান চলাচলে বিআইডব্লিউটিএর পক্ষ থেকেও কোনো নিষেধাজ্ঞা নেই বলে মাঝিরা জানান। এসব নৌযানে নেই কোনো বয়া, লাইফ জ্যাকেট এবং জরুরি জীবন রক্ষাকারী সামগ্রী। ফিটনেসহীন নৌযানগুলো যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হলে শত শত যাত্রীর প্রাণহানির সম্ভাবনা রয়েছে বলে সচেতন মহল মনে করেন। 

গো নিউজ২৪/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা