ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন সংগঠনে জায়েদ-মিশাদেরও থাকার আহ্বান!


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৭, ১২:৩৯ পিএম
নতুন সংগঠনে জায়েদ-মিশাদেরও থাকার আহ্বান!

ঢাকা: ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র পরিবারের ঝামেলা মিটমাট হয়ে যাওয়ার পর চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু ফের নতুন সংগঠনের গুঞ্জনে অস্বস্তি দানা বাধছে চলচ্চিত্রের মানুষের মনে। 

সত্যি কি নতুন সংগঠন আসতে চলেছে? এমন প্রশ্নই এখন সবার মনে। আর সম্প্রতি এসব প্রশ্নের উত্তর দিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ও চিত্রনায়ক ওমর সানি। তারা প্রচার মাধ্যমকে নিশ্চিত করেছেন যে, শিগগির নতুন সংগঠন আসতে চলেছে। আর সেই সংগঠনে সবাইকে যোগ দেয়ার আহ্বান করেছেন। শুধু তাই না, নতুন এই সংগঠনে মিশা-জায়েদ খানদেরকেও যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানি!

ইন্ডাস্ট্রিতে চলমান বিবাদ মিটিয়ে ফেলতে সম্প্রতি চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুকের উত্তরার বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে সব ঝামেলা চুকিয়ে ফেলেন শাকিব খান। আর এরপর থেকেই মনে করা হচ্ছিলো এই বুঝি চলচ্চিত্রে সুবাতাস বইতে চলেছে! কেনোনা চলচ্চিত্র পরিবারের নেতারা শাকিবের সঙ্গে ভালোভাবেই সব মিটমাট হয়ে যাওয়ায় শাকিবকে এফডিসিতেও আমন্ত্রণ জানিয়ে ছিলেন। মিশা-জায়েদরাও শাকিবের সঙ্গে আর কোনো বিরোধ নেই বলেও মন্তব্য করে তাকে এফডিসি আসতে আহ্বান জানান। কিন্তু এরইমধ্যে শোনা যাচ্ছে, বিশাল পরিসরে আসতে চলেছে একটি নতুন সংগঠন। এরইমধ্যে সংগঠনটির রূপ রেখাও তৈরি হয়ে গেছে। পরিচালক সমিতি, শিল্পী সমিতির নেতাদেরসহ সবাইকে নতুন সংগঠনটিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানি।

‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’-নামের এই নতুন এই সংগঠনে থাকবেন চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, পরিচালক, প্রযোজক, বুকিং এজেন্ট, পরিবেশক, হলমালিকসহ চলচ্চিত্রসংশ্লিষ্টরা। এখন পর্যন্ত চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্তত ২০০ সদস্য নতুন এই সংগঠনে নাম লিখিয়েছেন বলে সম্প্রতি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন প্রখ্যাত নির্মাতা কাজী হায়াত। তবে সভাপতি কে হচ্ছেন সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি। আর এরইমধ্যে নতুন এই সংগঠনে সবাইকে নিয়েই কাজ করার আহ্বান জানান সানি। 

নতুন সংগঠনে যোগ দিতে চলচ্চিত্র পরিবারের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে চিত্রনায়ক ওমর সানি বলেন, চলচ্চিত্র ব্যক্তিত্ব ফারুক সাহেব, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, আবদুল লতিফ বাচ্চুকে যেমন চাই, মিশা সওদাগর-জায়েদ খানকেও সঙ্গে চাই। সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্রের স্বার্থেই একসঙ্গে কাজ করতে চাই। 

১৯৩৭ সালে গঠিত ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন’ (ইম্পপা)-এর আদলে হতে যাচ্ছে চলচ্চিত্রের নতুন সংগঠনটি। আর এটা সরকারের অনুমোদনেই হতে পারে বলে জানা গেছে। বাংলা চলচ্চিত্রের উন্নয়নেই এমন সংগঠন তৈরি হচ্ছে বলেও মনে করছেন উদ্যেক্তারা।

গো নিউজ/এমটিএল

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী