ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

নতুন মোস্তাফিজ-মিরাজদের খোঁজে বাংলাদেশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০১৭, ০৫:৩০ পিএম আপডেট: জুলাই ২০, ২০১৭, ১২:০০ পিএম
নতুন মোস্তাফিজ-মিরাজদের খোঁজে বাংলাদেশ

নিঃসন্দেহে মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজরা বাংলাদেশ ক্রিকেটের প্রাণ। অল্প সময়ে জাতীয় দলে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছেন এই ক্রিকেটাররা।  তবে এবার আরো মোস্তাফিজ-মোসাদ্দেকের খোঁজে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে গত দশ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে দেশের আনাচে-কানাচে থেকে ক্রিকেটার বের করে আনা হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন বয়স ভিত্তিক প্রতিযোগিতা ছড়িয়ে পড়েছে। বর্তমানে মেডিকেল টেস্টের মাধ্যমে বয়স বিচার করে আন্ত:জেলা প্রতিযোগিতার জন্য খুদে ক্রিকেটার বাছাই করা হয়। ম্যাটের উইকেটে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

এর পর বয়স ভিত্তিক বিভাগীয় টুর্নামেন্টে আসল ক্রিকেটে নিজেদের স্কিল ঝালিয়ে নেয় প্রতিটি জেলার তরুণ ক্রিকেটাররা। অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ ধাপে এসে দুই দিনের ম্যাচ খেলে থাকে ছেলেরা।

দেশের ক্রিকেটের এই কাঠামো থেকে যে আনাচে-কানাচে থাকা তরুণ প্রতিভাদের বের করে আনা হয়। মোসাদ্দেক হোসাইন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমানদের মত ক্রিকেটাররা দেশের বয়স ভিত্তিক ক্রিকেট কাঠামোর ফল।

নাজমুল আবেদীন ফাহিম, কোচ ও বিসিবির হাই পারফর্মেন্স ম্যানেজারের বিশ্বাস করেন, দেশের যে কোন প্রান্ত থেকে প্রতিভা খুঁজে বের করার সামর্থ্য আছে বিসিবির।

এছাড়া দেশের আনাচে-কানাচে থেকে জাতীয় দলে খেলা ক্রিকেটার থাকায় ক্রিকেটের প্রসার আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন সবার প্রিয় ফাহিম স্যার।

‘আগে একটি ছোট শহরের ছেলেকে একজন ক্রিকেটার হয়ে উঠতে হলে কঠিন সময় পার করতে হতো। এখন তাদের সাতক্ষীরার সৌম্য সরকার, মেহেরপুরের ইমরুল কায়েস, খুলনার মেহেদী হাসানদের মত লোকাল হিরো রয়েছে। এখন তারা জানে একজন পেশাদার ক্রিকেটার হওয়ার পথটা কি।’
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ