ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নগর ভবনে মারামারি, ৩ নারী কাউন্সিলরসহ আহত ৫


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী প্রকাশিত: জুলাই ২৭, ২০১৭, ০৮:০৪ পিএম
নগর ভবনে মারামারি, ৩ নারী কাউন্সিলরসহ আহত ৫

রাজশাহী সিটি করপোরেশনে মতবিনিময় সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের ভেতরে স্থায়ী কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। এতে তিন নারী কাউন্সিলরসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। 

আহতরা হলেন- নারী কাউন্সিলর মুসলিমা বেলী, নুরুন্নাহার বেগম ও নাসিরা বেগম। অপরপক্ষের আহত দুই জন হলেন- অফিস সহায়ক আহামদ্দুন নবী ও শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের মালি জালাল উদ্দিন। 

রাসিক সূত্র জানায়, কর্মচারীদের ১১ দফা দাবির প্রেক্ষিতে ১৫ ভাগ বেতন বৃদ্ধির একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই বিষয় নিয়ে বিকেলে স্থায়ী কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সম্প্রতি ঘটে যাওয়া দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের আন্দোলন নিয়ে বক্তব্য দেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ টেকন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, এবারে শ্রমিকরা যে আন্দোলন করেছে তা জঙ্গিদের মতো। নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করাটা শ্রমিকদের ঠিক হয়নি। 

তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সেটি প্রত্যাহার করে নেয়ার জন্য দাবি জানান রাসিক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমির আহমেদ মামুনসহ ১১ দফা দাবির সঙ্গে জড়িত শ্রমিকরা। এরই এক পর্যায়ে মেয়রের উপস্থিতিতেই শুরু হয় মারামারি। এতে কাউন্সিলরসহ ৫ জন আহত হন। 

আহত রাসিকের নারী কাউন্সিলর নুরুন্নাহার বেগম জানান, মতবিনিময় সভায় যে যার মতো বক্তব্য দিতে পারে। সেটির প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করা যেতো। কিন্তু শ্রমিকদের একাংশ ইচ্ছে করেই এমন পরিস্থিতির সৃষ্টি করেছে। 

ঘটনার পরপরেই নগরভবনে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল মতবিনিময় সভা শেষ করেন ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল জানান, তাদের দাবি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাও হয়েছে। তাদের দাবির প্রেক্ষিতে ১৫ ভাগ বেতন বৃদ্ধি করা হয়েছে। পরিচ্ছন্ন কর্মীদের আরও ১০ টাকা করে বেশি বেতন নির্ধারণ করা হয়েছে। 

মেয়র বুলবুল আরও জানান, মতবিনিময় সভায় শ্রমিকরা যেভাবে নারী কাউন্সিলরদের ওপরে হামলা চালিয়েছে তা এক ধরনের ধৃষ্টতা। ঘটনার সঙ্গে জড়িত শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। 

গো নিউজ২৪/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা