ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

নকল সরবরাহের অভিযোগে কেন্দ্র সুপার গ্রেপ্তার


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৭, ০৮:১৮ পিএম
নকল সরবরাহের অভিযোগে কেন্দ্র সুপার গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে প্রাথমিক সমাপণী (পিএসসি) পরীক্ষা চলকালীন নিয়ম ভেঙে অভিনব কায়দায় ছাত্র-ছাত্রীদের নকল সরবরাহ করার অভিযোগে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সুপার কে.এম শামসুল আরেফিনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কেন্দ্র সুপার কে.এম শামসুল আরেফিনকে গ্রেপ্তার করেন দুর্গাপুর থানার পুলিশ। গ্রেপ্তারকৃত শামসুল আরেফিন উপজেলার আমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রোববার পিএসসি’র ইংরেজী প্রথম পত্র পরীক্ষার দিনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্র সচিব ফরিদা ইয়াসমিন বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন।

সোমবার সকালে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

রোববার থেকে দেশব্যাপী শুরু হয়েছে পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপণী (পিএসসি) পরীক্ষা। পরীক্ষা শুরুর প্রথম দিনেই ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলছিল। দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সুপারের দায়িত্ব পালন করছিলেন আমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম শামসুল আরেফিন।

পরীক্ষা চলাকালীন শামসুল আরেফিনের বিরুদ্ধে অভিযোগ উঠে তিনি তার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বেশি নম্বর পাইয়ে দিতে অভিনব কায়দায় নকল সরবরাহ করছেন। অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্র ইনচার্জ ও প্রতিনিধি উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম কেন্দ্র সুপার শামসুল আরেফিনকে চ্যালেঞ্জ করেন।

এ সময় ওই শিক্ষক পকেট থেকে একটি ইংরেজী প্রথম পত্রের প্রশ্নপত্র বের করেন। ওই প্রশ্নপত্রে লাল কালিতে বিভিন্ন প্রশ্নের উত্তর লেখা ছিল।

কেন্দ্র ইনচার্জ  ও উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম গোনিউজকে জানান, পিএসসি’র ইংরেজী প্রথম পত্র পরীক্ষার দিনে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের তিনতলা ভবনের নিচতলার দক্ষিন পার্শ্বের একটি কক্ষে ছাত্র-ছাত্রীদের নকল সরবরাহ করছিলেন গ্রেপ্তারকৃত কেন্দ্র সুপার শামসুল আরেফিন। দুপুর পৌনে ১টার দিকে গোপনে সংবাদ পেয়ে ওই কক্ষে গিয়ে তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরে কেন্দ্র সচিব ও কেন্দ্রের দায়িত্বরত পুলিশের উপস্থিতিতে তার পরনের প্যান্টের পকেটে তল্লাসী চালানো হলে ইংরেজী প্রথম পত্রের একটি প্রশ্নপত্র পাওয়া যায়। ওই প্রশ্নপত্রে লাল কালিতে বিভিন্ন প্রশ্নের উত্তর লেখা ছিল। এরপর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দ্রে পৌছে সবকিছু জানার পর কেন্দ্র সুপার শামসুল আরেফিনকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) রুহুল আলম গোনিউজকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ছাত্র-ছাত্রীদের নকল সরবরাহের অভিযোগে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সুপার শামসুল আরেফিনকে গ্রেপ্তার  করেন কেন্দ্রে দায়িত্বরত থানার এস.আই মহিদুল ইসলাম। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে লাল কালি দ্বারা লেখা সম্বলিত প্রশ্নপত্রটিও জব্দ করা হয়।

এ ঘটনায় কেন্দ্র সচিব ফরিদা ইয়াসমিন বাদী হয়ে পাবলিক পরীক্ষা সমুহ-অপরাধ আইন ৮০ এর ৯ (ক)/(খ) আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

গোনিউজ/কেআর

 

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার