ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধর্ম পালন করলে ভোগ করতে হবে শাস্তি


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০১৭, ০৩:০৪ পিএম আপডেট: জুলাই ১৯, ২০১৭, ০৯:০৪ এএম
ধর্ম পালন করলে ভোগ করতে হবে শাস্তি

সদস্যদের জন্য ধর্ম পালন নিষিদ্ধ করে নতুন এক নিদের্শনা জারি করেছে চীনের কমিউনিস্ট পার্টি। এতে দলীয় সদস্যদের ‘ধর্ম ছাড়ো, নাহয় সাজা খাট’ বলে হুঁশিয়ার করে দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কমিউনিস্ট পার্টির সদস্যদের ধর্ম ত্যাগ করা উচিত এবং তাদের মার্ক্সবাদী নাস্তিক হিসেবে দৃঢ় থাকা উচিত। চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রসঙ্গত, চীনের কমিউনিস্ট পার্টি সাংগঠনিকভাবে নাস্তিকতায় বিশ্বাসী। কিন্তু চীনের সংবিধান পরিষ্কারভাবে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা দিয়েছে। একে সংবিধানের সঙ্গে দলের গঠনতন্ত্রের অসঙ্গতি হিসেবে দেখছেন অনেকে।

চীনের ধর্মবিষয়ক পরিচালক ওয়াং জুওয়ান বলেছেন, ‘দলের সদস্যদের ধর্ম বিশ্বাস থাকা উচিত নয়, সবার জন্যই এটি রেড লাইন।’

মার্কিন গবেষণা সংস্থা ‘কাউন্সিল অন ফরেন রিলেশন্স’ মনে করে, ওয়াংয়ের বক্তব্য কমিউনিস্ট পার্টির সাংগঠনিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ধর্মের প্রতি তাদের সহনশীলতা চর্চার দীর্ঘ ইতিহাস থাকলেও দলের ৯ কোটি সদস্যের জন্য ধর্মীয় বিশ্বাস লালন করা নিষিদ্ধ।

চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রায়ই দাবি ওঠে, যেসব সদস্য ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, তাদের দল থেকে বাদ দেয়া হোক। বিষয়টি আবারও দলের সদস্যদের মনে করিয়ে দিলেন ওয়াং।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অর্থনৈতিক উন্নয়ন বা সাংস্কৃতিক ভিন্নতার নামে দলের সদস্যদের ধর্মীয় কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হওয়া নিষিদ্ধ।

ওয়াং বলেন, ‘মার্ক্সবাদী নাস্তিকতায় দৃঢ় থাকবে দলের সদস্যরা, দলীয় নিয়ম মেনে চলবে এবং দলীয় বিশ্বাসে অটুট থাকবে... তাদেরকে ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাস লালনের সুযোগ দেয়া হবে না।’

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও