ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধরা পড়েছে বিসমিল্লাহ খাঁ-র সানাই চোর


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৭, ০২:১৩ পিএম আপডেট: জানুয়ারি ১১, ২০১৭, ০৮:১৩ এএম
ধরা পড়েছে বিসমিল্লাহ খাঁ-র সানাই চোর

কিংবদন্তী সানাই শিল্পী বিসমিল্লাহ খাঁয়ের সংগ্রহে থাকা চারটি অমূল্য সানাই চুরির ঘটনায় চোরকে ধরতে পেড়েছে পুলিশ। এই ঘটনায় বিসমিল্লাহ খাঁয়ের নাতিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। মঙ্গলবার বিকেলে তাঁকে আটক করা হয়।

চুরি করা সানাই গুলো মাত্র ১৭ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছিল। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুইজন স্বর্ণকার, যাদের কাছে ওই সানাইগুলি বিক্রি করে দেওয়া হয়েছিল। রুপায় বাঁধানো ওই সানাইগুলি ভেঙে সেখান থেকে গলিয়ে বের করা এক কিলোগ্রাম রুপাও উদ্ধার করেছে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স।

গতমাসে বেনারসে বিসমিল্লাহ খাঁর ছেলে কাজিম হুসেইনের বাড়ি থেকে সানাইগুলি চুরি যায়। আটককৃত নাজরে হাসানের বাবা কাজিম হুসেইনই পুলিশের কাছে চুরির অভিযোগ জানিয়েছিলেন।

পুলিশের কর্মকর্তা এস আনন্দ বলেন, "আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল যে পরিবারের মধ্যে থেকেই কেউ এই চুরিটা করেছে। সবার ওপরেই নজর ছিল। উস্তাদজির নাতি নাজরে হাসান ওরফে সাদাবকে জেরায় চেপে ধরার পরে সে স্বীকার করেছে যে চুরিটা সে-ই করেছে। সাদাবের কোনও ধারণাই ছিল না ওই সানাইগুলোর কত দাম হতে পারে। এমনিতেই এটা অমূল্য জাতীয় সম্পদ, এর হিসাব টাকায় হয় না। কোনও কাজকর্ম করে না সাদাব, ওর কোনও রোজগারও নেই। শুধুমাত্র টাকার জন্যই সানাইগুলো চুরি করেছিল সে,"

উল্লেখ্য, রুপায় বাঁধানো ওই সানাইগুলির মধ্যে একটি বিসমিল্লাহ খাঁ বিশেষ অনুষ্ঠানে বাজাতেন। বাকি তিনটি তিনি উপহার পেয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও, কংগ্রেস নেতা কপিল সিব্বল আর বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের কাছ থেকে।

গো-নিউজ২৪/বিএস

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী