ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ২৭, ২০১৭, ০৯:০৮ পিএম
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পড়তে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের দুর্দান্ত পারফর্মার মেহেদী মারুফের।

ঢাকা ডিনামাইটসের হয়ে অসাধারণ খেলার পর মেহেদী মারুফের জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে বেশ গুঞ্জন চলে। তারপর কয়েকদিন সেটা চাপা পড়ে যায়। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আবারও আলোচনার টেবিলে মারুফ।

লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মেহেদী মারুফের অভিষেক হচ্ছে কি-না? এমন এক প্রশ্নের জবাবে রীতিমত আশার বানীই শোনালেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ‘মারুফের প্রতি আমাদের নজর আছে। ওর বিষয়টি আমরা মাথায় রেখেছি। দলে পরিবর্তন দরকার হলে তখন ভাবা হবে।’

এদিকে শেষ ওয়ানডেতে দলে একটা পরিবর্তন আসতে পারে উল্লেখ করে প্রধান নির্বাচক বলেন, ‘যদিও এখনই এটা বলা মুশকিল। তবে আমরা চাচ্ছি শেষ ম্যাচে একটা পরিবর্তন আনতে। আমরা একজন বোলিং অলরাউন্ডারকে দিতে পারি। দ্বিতীয় ওয়ানডের পর আমরা এটা নিয়ে বসব।’

উল্লেখ্য, জয়টা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম। আর লঙ্কানদের মাটিতে দ্বিতীয়। এই জয়ে ফলে তিন ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে থাকল সাকিব-তামিমরা। ২৮ মার্চ একই মঞ্চে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): ১. দানুশকা গূণাঠীলাকা, ২. উপুল থারাঙ্গা (অধিনায়ক), ৩. কুশল মেন্ডিস, ৪. দিনেশ চান্দিমাল, ৫. আশেলা গুনারত্ন, ৬. মিলিন্দা সিরিবরধনা, ৭. ধনঞ্জয়া ডি সিলভা/সচিথ পাথিরানা, ৮. থিসারা পেরেরা, ৯. সুরাঙ্গা লাকমল / নুয়ান প্রদীপ, ১০. নুয়ান কুলাসেকারা, ১১. লাকশান সান্দাকান। 

বাংলাদেশ তাদের উইনিং ইলেভেন ধরে রাখতে পারে, যদিও মাশরাফি বিন মর্তুজা বলেন, অবস্থার উপর পরিবর্তন করতে হতে পারে। 

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): ১. তামিম ইকবাল, ২. সৌম্য সরকার, ৩. সাব্বির রহমান, ৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ৫. সাকিব আল হাসান, ৬. মোসাদ্দেক হোসেন, ৭. মাহমুদুল্লাহ, ৮. মেহেদী হাসান, ৯. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ১০. মোস্তাফিজুর রহমান ও ১১. তাসকিন আহমেদ।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ