ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশের বাইরে সামরিক তৎপরতা বাড়াচ্ছে ইরান


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৭, ০৮:৪০ পিএম
দেশের বাইরে সামরিক তৎপরতা বাড়াচ্ছে ইরান

এবার দেশের বাইরে সামরিক তৎপরতা বাড়ানোর পদক্ষেপ নিলো ইরান। দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ এবং নিজস্ব ভূখণ্ডের বাইরে সামরিক তৎপরতা বাড়ানোর লক্ষ্যে ৫০ কোটি ডলারের একটি বিলে একচেটিয়া সমর্থন দিয়েছেন ইরানি সংসদ সদস্যরা।

বিলটি পাশের সময় তারা ‘আমেরিকা নিপাত যাক’ বলে পার্লামেন্ট কক্ষে স্লোগান দেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের সংসদের স্পিকার আলি লারিজানি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী তৎপরতা এবং অ্যাডভেঞ্চারে’র জবাব দিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্র জুলাই মাসে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে।

পাল্টা পদক্ষেপ হিসেবে নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছে ইরানও। সংসদের অনুমোদন পাওয়া বিলটিতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক এবং গোয়েন্দা তৎপরতার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মধ্যস্থতাকারী আব্বাস আরাকচি বলেছেন, নতুন এই বিলের অর্থ এই নয় যে ইরান বিশ্বশক্তিগুলোর সঙ্গে সম্পাদিত পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসছে। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ওই পরামাণু বিষয়ক চুক্তি করে ইরান। এতে দেশটির পরমাণু কর্মসূচি বন্ধের শর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ওঠানোর ব্যাপারে একমত হয় দেশগুলো।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ওই চুক্তি হয়েছিল। বর্তমান ট্রাম্প প্রশাসন অবশ্য চুক্তিটির বিরোধিতা করে। গত বছর নির্বাচনী প্রচারণার সময়ে একাধিকবার চুক্তির সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র