ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

দেশের প্রথম ডিজিটাল দ্বীপ ‘মহেশখালী’


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ০৪:৪৬ পিএম আপডেট: এপ্রিল ২৭, ২০১৭, ১০:৪৬ এএম
দেশের প্রথম ডিজিটাল দ্বীপ ‘মহেশখালী’

কক্সবাজারের মহেশখালী উপজেলাকে দেশের প্রথম ডিজিটাল দ্বীপ হিসেবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে দ্বীপের মানুষ আরো উন্নতমানের শিক্ষার সুযোগ পাবে, চিকিৎসার সুযোগ পাবে। তাদের কর্মসংস্থানের সুবিধা হবে। আর দ্বীপে বসেই বিশ্বটা তাদের হাতের মুঠোয় চলে আসবে। সারা বিশ্বকে তারা জানতে পারবে, দেশে-বিদেশে যোগাযোগ রাখতে পারবে।’

পরে একই স্থান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের ১৩০ বছরপূর্তি উপলক্ষে 'পোর্ট এক্সপো-২০১৭'-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন এবং কোরিয়ান একটি প্রতিষ্ঠানের উদ্যোগে মহেশখালীকে ডিজিটাল দ্বীপ হিসেবে রূপ দেওয়া হয়েছে।

কোরিয়ার এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সিউল থেকে এবং মহেশখালী থেকে দ্বীপের সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন। এটিই বাংলাদেশের প্রথম দ্বীপ এলাকা, যেখানে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেওয়া হলো।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, মহেশখালীর এই আধুনিকায়নের ফলে শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন সরকারি সেবা দ্বীপের প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় পৌঁছানো আরো সহজ হবে।

মহেশখালী ছাড়াও আরো যেসব বিচ্ছিন্ন এলাকা আছে, সেগুলোতে পর্যায়ক্রমে ডিজিটাল পদ্ধতি চালু করার কথা জানান প্রধানমন্ত্রী।

পরে ‘পোর্ট এক্সপো-২০১৭'-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী দেশগুলোও এই বন্দর ব্যবহারে আগ্রহী বলে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘এই বন্দরের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে, সেদিকে দৃষ্টি দিতে হবে। এটাকে নিরাপদ ও পরিবেশবান্ধব বন্দর হিসেবে গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করা হয়েছে। আমি মনে করি, এটা অত্যন্ত জরুরি।’ সেদিকে লক্ষ রেখে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

গো নিউজ২৪/এএইচ

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়