ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দূর্গোৎসবকে ঘিরে রংপুরের ৮৭৫ মণ্ডপের প্রস্তুতি


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৮:২৫ পিএম
দূর্গোৎসবকে ঘিরে রংপুরের ৮৭৫ মণ্ডপের প্রস্তুতি

রংপুর: উৎসবমূখর পরিবেশে এবার রংপুর বিভাগের আট জেলায় ৫ হাজারের বেশি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসবের বর্ণিল আনন্দে মাতবে সনাতন ধর্মালম্বীরা। এই উৎসবকে ঘিরে জঙ্গি হামলা, ছিনতাই, ইভটিজিংসহ সব ধরণের অপরাধ দমনে বিগত সময়ের চেয়ে এবার আরো কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বিঘ্নে বৃহৎ এই দূর্গোৎসব পালনে সবদিকে চলছে ব্যাপক প্রস্তুতি। 

এবার রংপুর বিভাগের আট জেলায় ৫ হাজার ১২০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসবের ঢাকঢোলের আওয়াজ আর বর্ণিল আনন্দে মাতবে এ অঞ্চলের সনাতন ধর্মানুসারী। এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে এবারের মণ্ডপের সংখ্যা গতবারের চেয়ে বেশি। এরমধ্যে অতি ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপের সংখ্যা ২শ‘র অধিক বলে জানিয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী। 

রংপুর জেলায় ৮৭৫টি মণ্ডপে পূজা উদযাপিত হবে। এর মধ্যে রংপুর কোতয়ালী ও সিটি কর্পোরেশন এলাকায় ২৩৩টি, বদরগঞ্জে ১২২টি, কাউনিয়ায় ৫৫টি, পীরগঞ্জে ৮৭টি, তারাগঞ্জে ৬১টি, মিঠাপুকুরে ১১১টি, পীরগাছায় ৮৪টি এবং গঙ্গাচড়ায় ১২২টি মণ্ডপে বসছে দূর্গাপূজার উৎসব আসর। 

এদিকে পূজার সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিমা কারিগরদের ব্যস্ততা। রং তুলির ছোঁয়া আর হৃদয়ের ভালবাসা মিশিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। রাতদিন চলছে প্রতিমা তৈরির কাজ। যেন দম নেওয়ারও ফুসরত নেই তাদের। 

সরেজমিন দেখা গেছে, প্রতিমা শিল্পীদের নিপুণ আঁচড়ে তৈরি হচ্ছে এক একটি প্রতিমা। নিজের সন্তানের মতো অতি ভালবাসায় তৈরি করা হচ্ছে দূর্গা, সরস্বতী, লক্ষী কার্তিক, গণেশ, অসুর ও শিবের মূর্তি। হৃদয়ের ভালবাসা উজার করে প্রতিমা তৈরিতে থাকছে ভিন্নমাত্রার প্রতিযোগিতা। কে কত বেশি সুন্দর করে গড়তে পারে প্রতিমা সেই বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

কারিগর সুরুমার মহন্ত, অরুণ দে, অজয় দেব ও বিষ্ণু রায় বলেন, প্রতিমার আকার ও শৈল্পিক গঠন অনুযায়ী ১০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তারা।

রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বলেন, ‘শারদীয় দূর্গা পূজায় যে কোনো ধরণের বিঘ্ন সৃষ্টিকারী ও দুষ্কৃতিকারীদের অশুভ তৎপরতার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। যেখানে আমাদের যা প্রয়োজন হবে। দরকার হলে আমরা মোবাইল কোর্ট পর্যন্ত স্থাপন করব। 

পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ বলেন, দূর্গাপূজাকে ঘিরে জঙ্গি হামলা, ছিনতাই, ইভটিজিংসহ নানা অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। পুলিশের পাশাপাশি র‌্যাব, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশসহ বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সমন্বয়ে  টহল ব্যবস্থা জোরদার করা হবে। এছাড়াও প্রতিটি পূজামণ্ডপে কমিউনিটি পুলিশিং ফোরামের সক্রিয় ভূমিকা পালন করবে। 

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা