ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দু’স্ত্রীকে কুড়াল দিয়ে হত্যা, স্বামীর ফাঁসি


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০৬:৩০ পিএম আপডেট: আগস্ট ২২, ২০১৭, ১২:৩০ পিএম
দু’স্ত্রীকে কুড়াল দিয়ে হত্যা, স্বামীর ফাঁসি

রংপুর: রংপুরের মিঠাপুকুরে দুই স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে ইলিয়াছ আলী (৫৪) নামে ঘাতক স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হুমায়ুন কবীর আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। 

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ইলিয়াছ আলী মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রূপসী গাছুয়াপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে ইলিয়াছ আলী প্রথমে দ্বিতীয় স্ত্রী ও দুই সন্তানের জননী মকছুদা বেগমকে (৩৭) ঘুমন্ত অবস্থায় ধারালো কুড়াল দিয়ে বেধড়ক কুপিয়ে হত্যা করেন। এ সময় প্রথম স্ত্রী ও তিন সন্তানের জননী মমেনা বেগম ভয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় তাকেও ধাওয়া করে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ঘাতক ইলয়াছ। পরে এলাকাবাসী জানতে পেরে ইলিয়াছ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।  

এ ঘটনায় প্রাথমিকভাবে মিঠাপুকর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। পরে মিঠাপুকুর থানার তৎকালীন ওসি (তদন্ত) নজরুল ইসলাম বাদী হয়ে ২০১৪ সালের ২০ আগস্ট ইলিয়াছ আলীকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

প্রায় তিন বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর আজ মঙ্গলবার এর রায় ঘোষণা করা হয়। 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আমজাদ হোসেন।

নিহত দুই স্ত্রীর পরিবার সূত্রে জানা গেছে, মোমেনা একই উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মাছুয়াপাড়া এলাকার ফজল মিয়ার মেয়ে। মোমেনার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। মকসুদা উপজেলার বলদিপুকুর এলাকার নওশাদ মিয়ার মেয়ে। মকসুদার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা